রেকর্ডে ভাসছে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:২৬:৩৩ সকাল
রেকর্ডে ভাসছে বাংলাদেশ
রেকর্ডে রেকর্ডে ভাসছে দেশ।
-প্রথমে মানব পতাকা তৈরির রেকর্ড।
-তার রেশ না কাটতেই লাখো কণ্ঠে সোনার বাংলা গেয়ে বিশ্ব রেকর্ড।
-রেকর্ড প্রিয় এ জাতিকে খুশি করতেই এবার স্রষ্টা নিজে এগিয়ে এসেছেন। সুদূর অফ্রিকা থেকে এই প্রথম ‘জায়ান্ট মালিবাগ’ নামক পোকা বিনা খরচে এ দেশে নিয়ে এসেছেন। -৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে দিয়েছেন, স্বাধীন বাংলাদেশে এটাই সর্বোচ্চ। একটু গরম লাগছে তাতে কি? রেকর্ডতো হলো !
এর আগেও কিন্তু আরও অনেকগুলো রেকর্ড হয়েছে।
-নিজ দেশে আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে স্বদেশীয় ভাষা ও সংস্কৃতিকে সাইডলাইনে রেখে ভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রদর্শনীর রেকর্ড।
-মাত্র ৫% ভোটারের উপস্থিতিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের রেকর্ড।
-একই সাথে সংসদের বিরোধী দলের ভুমিকা আবার সরকারের মন্ত্রিত্ব নিয়ে হালুয়া রুটির ভাগীদার হওয়ার বিশ্ব রেকর্ড।
-একটি স্বীকৃত ও প্রাচীন রাজনৈতিক দলের প্রায় সকল শীর্ষ নেতৃবৃন্দকে কারাবন্দী করে হত্যা করার ষড়যন্ত্রের রেকর্ড ।
-গণতন্ত্রের কথা বলে অন্যান্য গণতান্ত্রিক দলের অফিসে বছরের পর বছর তালা ঝুলিয়ে রাখার রেকর্ড।
-ইউপি মেম্বার হবার যোগ্যতা নেই এমন ব্যক্তিদের মন্ত্রী হওয়ার রেকর্ড।
-ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুক যুদ্ধের নামে বিরোধী দলের নেতাকর্মীদের বিনা বিচারে হত্যা করার রেকর্ড।
-প্রায় সকল পরীক্ষায় প্রশ্ন পত্র ফাঁসের মহা উৎসবের রেকর্ড।
-সার্টিফিকেট বা রেজাল্ট নয়, শরীরে কুকুর কামড়াকামড়ির দাগ দেখে চাকুরি দেয়ার রেকর্ড।
-ভার্সিটিতে ধর্ষনের সেঞ্চুরী করে মিষ্টি বিতরনের রেকর্ড আগে হয়েছে।এখন হচ্ছে শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষন এবং ভিডিও প্রচারের রেকর্ড।
আরও....আরও....
হ্যাঁ, বাংলাদেশ এখন রেকর্ডের উর্বর ভুমি। হোক না নেতিবাচক, তাতে কর্তার কি যায় আসে? রেকর্ডতো হচ্ছে....... সেটাইতো বড় বিষয় !!!
(সংগ্রহ)
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
¤¤¤¤¤¤¤¤¤¤
আওয়ামীলীগের আমলের বিগত সাড়ে ৫ বছরের আইনশৃঙ্খলা বাহিনীর বদনাম যখন সর্বত্র,ঠিক তক্ষুণি কিছুদিন পর পর হাসিনা সরকারের বদান্যতায় (!)উক্ত বাহিনীকে আমরা বিশ্বের সেরা বাহিনী রুপে দেখতে পাই কেবল ভীনদেশ থেকে আগত জাহাজ ও বিমান থেকে চোরা চালানের স্বর্ণ ধরতে।খবরটি ইংলিশ মিডিয়ায় পৌঁছে যায় সারা বিশ্বে।বাহ!ফলে বিশ্ব জানছে,গণহত্যা,খুন,গুম বিরুধীদের মিথ্যাচার,আদতে বাংলাদেশের হাসিনাবাহিনী সৎ ও বিচক্ষণ!ব্যাপারটিকে সেদিকে আর নিচ্ছিনা,ব্যাপার হলো,সাড়ে ৫ বছরের হাজার-লাখো কেজি এই স্বর্ণ কোথা থেকে আসে?কোথা জমা হচ্ছে?মালিক কেনো খায়না ধরা?টন কে টন স্বর্ণ ধরা খেলেও মালিক ধরা খায়না?এতো বিলিয়ন বিলিয়ন টাকার মালিক আদতেই কেউ আছেন কিনা এদেশে?থাকতে পারেন কী?বার বার স্বর্ণ ধরা পড়লে ও জেনে শুনে একই পদ্ধতি অবলম্বন করেন ঐ বেকুব স্বর্ণের মালিক?আর ভাবতে আমার হাসি পায়,আপনারাই এবার কিছু বলুন!
কেবল বাংলাদেশই পারবে নিজেদেরটা ভেঙ্গে আবার নতুন করে গড়তে ।
মন্তব্য করতে লগইন করুন