আল্লামা সাঈদীকে ফাসির রায় দেওয়া হবে।

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ২২ এপ্রিল, ২০১৪, ১০:২৪:৪৭ রাত



ফাসি! ফাসি!! ফাসি!!

আল্লামা সাঈদীকে ফাসির রায় দেওয়া হবে।

রায়ের আগেই ফল প্রকাশ! ‘কালের কন্ঠ’ লিখেছে সাঈদীর ফাসিই হচ্ছে!

জামায়াত নেতা আল্লামা মাওলানা দেলওয়ার হোসেইন সাঈদীর আপিলের রায়

সুপ্রীম কোর্টে এখনো অপেক্ষমান। রায় কি হতে পারে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ওদিকে মন্ত্রী অবশ্য আগেই বলে দিয়েছে সাঈদীর রায় দু-একদিনের মধ্যেই নাকি হচ্ছে। ফলে রায় কি মন্ত্রী/সরকার দিচ্ছে নাকি আদালত দিচ্ছে এমন একটা যুক্তি-তর্ক চলছে বেশ জোরে শোরে। এরই মধ্যে ২২ এপ্রিলের কালের কণ্ঠ,

নিজামী-সাঈদীর রায় নিয়ে সুইসাইডাল স্কোয়াডের নাশকতার ছক

শিরোনামে লিখেছে, আইন শৃংখলা বাহিনীর আগাম সতর্ক করা হয়েছে সাঈদীর ফাসির রায় হবে বলে। কালের কণ্ঠ লিখেছে এভাবে,

‘গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পেয়ে এক সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের নিয়ে বিশেষ বৈঠক করেন। বৈঠকে শিবির ক্যাডারদের গ্রেপ্তার ও নাশকতা প্রতিরোধে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে- সারা দেশের থানা, পুলিশ ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বৃদ্ধি, মুক্ত হওয়া ক্যাডারদের তালিকা দ্রুত সম্পন্ন করা, ফাঁসির রায়ের আগের দিন থেকে শুরু করে অন্তত ১৫ দিন পর্যন্ত কঠোর নিরাপত্তা বলবৎ রাখা, সুইসাইডাল স্কোয়াড চিহ্নিত করা, পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা ইত্যাদি। বৈঠকে উপস্থিত থাকা পুলিশের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘শিবিরের বিরুদ্ধে সরকার এখন আরো হার্ডলাইনে। শিবিরের একটি সুইসাইডাল স্কোয়াড আছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদের নিধনের চেষ্টা চলছে।

(সংগ্রহ)

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211976
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩০
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : সরকারকে কিছুটা সতর্ক হতেই হবে, সাইদী আবার কোন ফাঁকে চাঁদে পালিয়ে যায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File