"আল্লামা সাইদী সাহেবের মেয়ে হাঁটুর উপর স্কার্ট পড়ে !!!"
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ১১ এপ্রিল, ২০১৪, ১১:৪৪:৩৭ রাত
"আল্লামা সাইদী সাহেবের মেয়ে হাঁটুর উপর স্কার্ট পড়ে !!!"
আমি তখন মেডিক্যাল ফাইনাল ইয়ারে পড়ি । একদিন বিকেলে হোস্টেলের সামনে ফটোকপির দোকানে গেলাম কিছু নোট কপি করতে । ফটোকপি করার ফাঁকে পাশের চায়ের দোকানে আড্ডা দেয়া কয়েকজন চাচা বয়সের লোকের কথা শুনছিলাম । দাড়ি-টুপি ওয়ালা পায়জামা-পাঞ্জাবি পরিহিত একজন পঞ্চাশোর্ধ লোক সাইদী সাহবকে নিয়ে কথা বলা শুরু করলে কান পাতলাম ।
তিনি বললেন "গতবছর সাইদীকে দিয়ে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল করানোর জন্য সাইদী সাহেবের বাসায় গেলাম । তার ড্রয়িং রুমে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাকে পাচ্ছিলাম না । ২০-২৫ মিনিট পর হাঁটুর উপর স্কার্ট পড়া একজন মেয়ে ড্রয়িং রুমে আসলে আমি তাকে সাইদী সাহেবের কথা জিজ্ঞেস করলে সে বলল, "আব্বু ভিতরে একটু ব্যস্ত আছেন । আমি আপনার কথা আব্বুকে বলছি । একটু অপেক্ষা করেন ।"
কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসা একটি ছেলের কাছে ওই স্কার্ট পড়া মেয়েটির পরিচয় জানতে চাইলে সে বলল যে মেয়েটি সাইদী সাহেবের নিজের মেয়ে । তার মতো একজন আলেমের মেয়ের এই অবস্থা দেখে আমি তখনই সেখান থেকে চলে আসি । এই ঘটনার পর সাইদী সাহেবের প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে ।"
লোকটির মিথ্যাচার শুনে আমার মাথায় আগুন ধরে গেল । সাথে সাথে ওনাকে বললাম -- "আঙ্কেল, আপনার লেবাস দেখে তো আপনাকে ভালো মানুষ বলেই মনে হয় । কিন্তু এই ইসলামী লেবাসের আড়ালে আপনি একজন মিথ্যাবাদী । আমি ১০০% নিশ্চিত যে সাইদী সাহেবের কোন মেয়ে নেই । একজন আলেমের নামে এরকম মিথ্যাচার করতে আপনার একটুও লজ্জা হয় না ।"
আমার কথা শুনে লোকটির মুখ কালো হয়ে গেল । তার আশেপাশের লোকেরা তাকে তিরস্কার করতে থাকলো । আল্লাহ্ এভাবেই মিথ্যাবাদীদের লাঞ্ছিত করেন ও তাঁর প্রিয় বান্দার ইজ্জত রক্ষা করেন ।
এভাবেই আল্লামা সাইদী, মাওলানা মাওদুদিসহ ইসলামী আন্দোলনের নেতাদের চরিত্রহরণ করা হচ্ছে । এমনকি তাদের হাত থেকে ইসলামীক স্কলার ডাঃ জাকির নায়েকও রেহাই পাচ্ছেনা । এভাবে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তা এখন দিবালোকের মতোই সুস্পষ্ট ।
(ফেবু থেকে)
বিষয়: বিবিধ
২০৪৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ওরাই মানবরূপী অভিশপ্ত শয়তান!
ধর্মনিরপেক্ষতা এভাবে 'ফ্রি স্পিস' এর ব্যবস্থা করে যেখানে 'সত্য ডিফেন্স নয়'।
দজ্জাল ডিসিপশান এর প্রতিভূ। ধর্মনিরপেক্ষতা ডিসিপশানের অন্যতম একটা উপাদান। আপনি ঐ লেবাসের উপরে লিখা কাফের পড়তে পেরেছিলেন - আর যারা ট্রু মুসলিম তারা ও কাফের পড়তে পারবে - আর যারা নামে মুসলিম তারা প্রতারিত হবে - এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ শেয়ার করার জন্য।
অহন আমি কই যামু কিয়া করণের লিগা! কারে করমু নিকাহ?
===============
দেখলে তো বিশ্বাসের প্রয়োজন হয়না।
বাস্তব কথা হলো ওনার কোনো মেয়ে নাই। আমি এ ব্যাপারে কসম করে বলতে পারি।
আর যাদের মনে বক্রতা আছে, তারা ওই রটনাকারী ছাগলের মতো ঘটনা রটাইতে থাকবে।
অনেকেই না জেনে অনেক কথা বলে যা জীবন অবসানের মত ঘটনা হয়ে যেতে পারে।
তাই আসুন সত্যকে সত্য জানি, মিথ্যার প্রতি ঘৃনা করি।
মন্তব্য করতে লগইন করুন