"আল্লামা সাইদী সাহেবের মেয়ে হাঁটুর উপর স্কার্ট পড়ে !!!"

লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ১১ এপ্রিল, ২০১৪, ১১:৪৪:৩৭ রাত

"আল্লামা সাইদী সাহেবের মেয়ে হাঁটুর উপর স্কার্ট পড়ে !!!"

আমি তখন মেডিক্যাল ফাইনাল ইয়ারে পড়ি । একদিন বিকেলে হোস্টেলের সামনে ফটোকপির দোকানে গেলাম কিছু নোট কপি করতে । ফটোকপি করার ফাঁকে পাশের চায়ের দোকানে আড্ডা দেয়া কয়েকজন চাচা বয়সের লোকের কথা শুনছিলাম । দাড়ি-টুপি ওয়ালা পায়জামা-পাঞ্জাবি পরিহিত একজন পঞ্চাশোর্ধ লোক সাইদী সাহবকে নিয়ে কথা বলা শুরু করলে কান পাতলাম ।

তিনি বললেন "গতবছর সাইদীকে দিয়ে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল করানোর জন্য সাইদী সাহেবের বাসায় গেলাম । তার ড্রয়িং রুমে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাকে পাচ্ছিলাম না । ২০-২৫ মিনিট পর হাঁটুর উপর স্কার্ট পড়া একজন মেয়ে ড্রয়িং রুমে আসলে আমি তাকে সাইদী সাহেবের কথা জিজ্ঞেস করলে সে বলল, "আব্বু ভিতরে একটু ব্যস্ত আছেন । আমি আপনার কথা আব্বুকে বলছি । একটু অপেক্ষা করেন ।"

কিছুক্ষণ পর নাস্তা নিয়ে আসা একটি ছেলের কাছে ওই স্কার্ট পড়া মেয়েটির পরিচয় জানতে চাইলে সে বলল যে মেয়েটি সাইদী সাহেবের নিজের মেয়ে । তার মতো একজন আলেমের মেয়ের এই অবস্থা দেখে আমি তখনই সেখান থেকে চলে আসি । এই ঘটনার পর সাইদী সাহেবের প্রতি আমার শ্রদ্ধা চলে গেছে ।"

লোকটির মিথ্যাচার শুনে আমার মাথায় আগুন ধরে গেল । সাথে সাথে ওনাকে বললাম -- "আঙ্কেল, আপনার লেবাস দেখে তো আপনাকে ভালো মানুষ বলেই মনে হয় । কিন্তু এই ইসলামী লেবাসের আড়ালে আপনি একজন মিথ্যাবাদী । আমি ১০০% নিশ্চিত যে সাইদী সাহেবের কোন মেয়ে নেই । একজন আলেমের নামে এরকম মিথ্যাচার করতে আপনার একটুও লজ্জা হয় না ।"

আমার কথা শুনে লোকটির মুখ কালো হয়ে গেল । তার আশেপাশের লোকেরা তাকে তিরস্কার করতে থাকলো । আল্লাহ্‌ এভাবেই মিথ্যাবাদীদের লাঞ্ছিত করেন ও তাঁর প্রিয় বান্দার ইজ্জত রক্ষা করেন ।

এভাবেই আল্লামা সাইদী, মাওলানা মাওদুদিসহ ইসলামী আন্দোলনের নেতাদের চরিত্রহরণ করা হচ্ছে । এমনকি তাদের হাত থেকে ইসলামীক স্কলার ডাঃ জাকির নায়েকও রেহাই পাচ্ছেনা । এভাবে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তা এখন দিবালোকের মতোই সুস্পষ্ট ।

(ফেবু থেকে)

বিষয়: বিবিধ

২০৪৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206242
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:২৮
ভিশু লিখেছেন : অধ্যাপক গোলাম আযম সাহেবের 'মেয়ে'দের নিয়েও এরকম অনেক মিথ্যাচার হয়েছে, অথচ তাঁরও কোনো মেয়ে নেই!
ওরাই মানবরূপী অভিশপ্ত শয়তান!
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪০
155024
সত্য কন্ঠ লিখেছেন : ওরা মানবরূপী অভিশপ্ত শয়তান!
206247
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪০
155025
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
206250
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫২
দ্য স্লেভ লিখেছেন : আমার কথা শুনে লোকটির মুখ কালো হয়ে গেল । তার আশেপাশের লোকেরা তাকে তিরস্কার করতে থাকলো । আল্লাহ্‌ এভাবেই মিথ্যাবাদীদের লাঞ্ছিত করেন ও তাঁর প্রিয় বান্দার ইজ্জত রক্ষা করেন ।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪০
155026
সত্য কন্ঠ লিখেছেন : ওরাই মানবরূপী অভিশপ্ত শয়তান!
206251
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মিথ্যাচার ওদের নেশা ,,মিথ্যে রটানো আর বিদ্ধেষ চরানো ওদের পেশা
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪০
155027
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ।
206254
১২ এপ্রিল ২০১৪ রাত ০১:০২
সবুজেরসিড়ি লিখেছেন : আল্লাহ্‌ এভাবেই মিথ্যাবাদীদের লাঞ্ছিত করেন ও তাঁর প্রিয় বান্দার ইজ্জত রক্ষা করেন . . . আল্লাহু আকবর
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪১
155028
সত্য কন্ঠ লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
206263
১২ এপ্রিল ২০১৪ রাত ০২:১২
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪১
155029
সত্য কন্ঠ লিখেছেন : আপনাকেও।
206264
১২ এপ্রিল ২০১৪ রাত ০২:১৯
নাবীল লিখেছেন : মিথ্যা বাদীদের স্বভাবই মিথ্যা বলা।মিথ্যা দিয়ে কখনই সত্য দামাচাপা দেওয়া যায়না।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪১
155030
সত্য কন্ঠ লিখেছেন : ওরা মানবরূপী অভিশপ্ত শয়তান!
206277
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৯
সাদাচোখে লিখেছেন : ধর্মনিরপেক্ষরা এভাবে 'লেবাস' পরে সত্য কথা বলে (মিথ্যা হবে কেন) জনমত গঠন করেন।

ধর্মনিরপেক্ষতা এভাবে 'ফ্রি স্পিস' এর ব্যবস্থা করে যেখানে 'সত্য ডিফেন্স নয়'।

দজ্জাল ডিসিপশান এর প্রতিভূ। ধর্মনিরপেক্ষতা ডিসিপশানের অন্যতম একটা উপাদান। আপনি ঐ লেবাসের উপরে লিখা কাফের পড়তে পেরেছিলেন - আর যারা ট্রু মুসলিম তারা ও কাফের পড়তে পারবে - আর যারা নামে মুসলিম তারা প্রতারিত হবে - এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪১
155031
সত্য কন্ঠ লিখেছেন : ওরাই মানবরূপী অভিশপ্ত শয়তান!
206314
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
কেলিফোরনিয়া লিখেছেন : পিলাচ ভালো লাগলো
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৮
155613
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১০
206321
১২ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : হালার এত্তোদিন ধইরা ইনতিজার কইরতাছি সাঈদী সাহেবের একটা লাড়কি মুই নিকাহ করমু। অহন হুনতাছি হেতিনির নাকি কুনো মায়াই নাই!!!
অহন আমি কই যামু কিয়া করণের লিগা! কারে করমু নিকাহ?
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
155614
সত্য কন্ঠ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১১
206377
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪২
শফিউর রহমান লিখেছেন : এজন্যই আমাদের জানার পরিধি তাদের থেকে আগে থাকবে হবে এবং তারা যে ব্যাপারে মিথ্যা বলতে পারে সে ব্যাপারগুলো সম্পর্কে সম্যাক ধারণা আমাদের আগে থেকেই থাকতে হবে, যাতে তাদের দ্বারা আমরা বিভ্রান্ত না হই।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
155616
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫০
157102
ঈগল লিখেছেন : ঐ কমেন্ট একটি ফান মাত্র। কিন্তু এই ধরণের ফান আরও কখনই নয়। আরেকটি জায়গাতে ফান করতে গিয়ে ধরা খাইছি। আসলে মুসলিমদের উচিত অহেতুক ফান থেকে দূরে থাকা। একজন বোন, একটি পোস্ট দিয়েছিল, তাকে মেয়ে মনে করি নি। সেই বোন সূরা হুজরাতের আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন অহেতুক অনুমান গুনাহ।
===============
১২
206379
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
ঈগল লিখেছেন : আপনি যেটা লিখলেন এটা বিশ্বাস করুম ক্যামনে?
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
155617
সত্য কন্ঠ লিখেছেন : Crying Crying Crying
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
156354
শফিউর রহমান লিখেছেন : যারা সাঈদী সাহেবের মেয়ে (না থাকার পরেও) মেয়ে আবিষ্কার করছে স্কার্ট পরা তাদেরকেতো বিশ্বাষ করতে কষ্ট হয় না, নাকি ঈগল ভাই?
১৩
206481
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
হাসান জামিল লিখেছেন : বিশ্বাস মানে হলো না দেখে বিশ্বাস করা।
দেখলে তো বিশ্বাসের প্রয়োজন হয়না।
বাস্তব কথা হলো ওনার কোনো মেয়ে নাই। আমি এ ব্যাপারে কসম করে বলতে পারি।
আর যাদের মনে বক্রতা আছে, তারা ওই রটনাকারী ছাগলের মতো ঘটনা রটাইতে থাকবে।
অনেকেই না জেনে অনেক কথা বলে যা জীবন অবসানের মত ঘটনা হয়ে যেতে পারে।
তাই আসুন সত্যকে সত্য জানি, মিথ্যার প্রতি ঘৃনা করি।

১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
155619
সত্য কন্ঠ লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৪
206735
১২ এপ্রিল ২০১৪ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই রকম কথা আমি একজন ডাক্তার এর মুখে শুনেছি পারিবারিক এক অনুষ্ঠানে। তিনি আমার অনেক বড় ছিলেন। আমি প্রতিবাদ করলে তিনি আমাকে ধমক দেন যে আমার বয়স কম আমি কিছু জানিনা। যদিও শেষ পর্যন্ত তিনিই সবার কাছে মিথ্যাবাদি প্রমানিত হয়েছিলেন। এই ধরনের ব্যাক্তিরা কেবল শক্তি দিয়ে তাদের কথা প্রতিষ্ঠার চেষ্টা করে।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩০
155620
সত্য কন্ঠ লিখেছেন : Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File