অহংকারীদের পরিনতি
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৯ এপ্রিল, ২০১৪, ০৪:০৯:০৯ রাত
**টাইটানিক যিনি বানিয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিলো জাহাজটা কতটুকু নিরাপদ? উত্তরে তিনি পরিহাসের সুরে বলেছিলেনঃ "এমন কি খোদাও এটাকে ডুবাতে পারবেন না"। পরের ইতিহাস সবাই জানে।
**ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী টেনক্রেডো নেভেস নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেনঃ "আমার দলের জন্য পাঁচ লাখ ভোট নিশ্চিত। এমন কি খোদাও তো আমাকে প্রেসিডেন্ট পদ থেকে সরাতে পারবেন না"।
নেভেস ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন ঠিকই। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং প্রেসিডেন্ট হওয়ার ঠিক একদিন আগে মারা যান।
**ব্রাজিলিয়ান কবি-গায়ক এগনোর মিরান্ডা কাজুজা এক বার শো করার সময় সিগারেটে সুখটান দিয়ে বাতাসে ধোঁয়া ছেড়ে বলেছিলেনঃ "খোদা এটা তোমার জন্য"। কাজুজা বত্রিশ বছর বয়সে ফুসফুস ক্যান্সারে ভয়ংকর ও বিভৎস অবস্থায় মারা যান।
কি বুঝা গেল? আল্লাহর মাইর দুনিয়ার বাহির। মানুষ জাতির অহংকার মানায় না, আল্লাহ পছন্দ করেন না। আসুন অহংকারকে মন থেকে ঝেড়ে ফেলে দিই।
(সংগ্রহ ফেবু)
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের কে অহংকারের বেড়াজাল হতে মুক্ত রাখো।
কিন্তু অহংকার পতনের মুল এটা এখন বুঝতেছি হাড়ে হাড়ে,
তো কাউকে নিয়ে অহংকার করা ঠিক নয়,
যে নিজের সন্তানকে নিয়ে অহংকার করলে সন্তান ক্রেড়ে নিবে,
টাকাকে নিয়ে অহংকার করলে টাকা ক্রেড়ে নিবে,
চেয়ারকে নিয়ে করলে চেয়ার ক্রেড়ে নিবে,
ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
মন্তব্য করতে লগইন করুন