হযরত উমার (রাঃ) ও এক বৃদ্ধের গল্প
লিখেছেন লিখেছেন সত্য কন্ঠ ০৫ এপ্রিল, ২০১৪, ০২:৪৩:৫৭ রাত
একদিন চলার পথে হযরত উমরের (রাঃ)সাথে এক বৃদ্ধার দেখা হল।
কথা প্রসঙ্গে উমর (রাঃ) জিজ্ঞেস করলেন,
'আমীরুল মুমিনীন সম্পর্কে তোমার ধারণা কি?'
বৃদ্ধা উমর (রাঃ) কে চিনতেন না।
সে নির্বিঘ্নে বলল, 'সে মোটেও ভাল মানুষ নয়। আমি অতি কষ্টে আছি,খলীফা আমার কোন খবর নেয়নি।'
উমর (রাঃ) বললেন,'তুমি খলীফাকে তোমার অবস্থার কথা কেন বলোনি?
তাঁকে না জানালে তিনি কি করে জানবেন?'
বৃদ্ধা মহিলাটি বলল, 'খলীফার দায়িত্ব প্রজাদের খোঁজ খবর রাখা।'
উমর (রাঃ) বললেন, 'হে মা!কি পরিমাণ অর্থ পেলে তোমার দুঃখ ঘুচবে আর তুমি খলীফাকে ক্ষমা করে দিবে?'
সে সময় হযরত আলী (রাঃ) ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সে পথ দিয়ে যেতে খলীফাকে 'আমীরুল মুমিনীন' বলে সম্বোধন করে সালাম দিলেন।
বৃদ্ধা মহিলাটি ভয়ে কেঁপে উঠলো।
উমর (রাঃ) তাকে সান্ত্বনা দিয়ে ৫০০ স্বর্ণমুদ্রা তার হাতে তুলে দিয়ে বললেন,
'খলীফার বিরুদ্ধে তোমার আর কোন অভিযোগ আছে কিনা?'
তিনি বললেন, 'না'।
হযরত উমর (রাঃ) এক খন্ড চামড়ার উপর কথাটি লিখিয়ে নিলেন,'কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমীরুল
মুমিনীন হযরত উমরের বিরুদ্ধে আমার আর কোন অভিযোগ
নেই।' হযরত আলী তাতে সাক্ষিরূপে সাক্ষর করলেন।
এ ঘটনা সকল মানুষের জন্য বিশেষ করে দায়িত্বশীল লোকেদের জন্য দায়িত্বানুভূতির এক চিরন্তন আদর্শ।
আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফীক দান করুন।
আমীন।।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন