প্রধানমন্ত্রীর মশকরা যথেষ্ট ইঙ্গিতপুর্ন

লিখেছেন লিখেছেন সমুদ্রপার ১৫ মার্চ, ২০১৫, ১২:২২:২২ দুপুর

সাম্প্রতিক নিখোজ বিএনপির মহাসচিব সালাউদ্দিনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নেত্রী নাকি অফিসের ৮বস্তা ময়লার সাথে তাঁর দলের এই মুখপাত্র এবং যুগ্ম সাধারন সম্পাদককে পাচার করে দিয়েছেন !

বিএনপির এই মুহুর্তে সব নেতাই হয় কারাগারে নাহয় দেশের বাইরে। জনাব সালাউদ্দিন পলাতক অবস্থায় দলের বার্তা সম্পাদকের ভুমিকায় ছিলেন।বর্তমানে তিনিও নিখোজ। এই অবস্থায় প্রধান্মন্ত্রীর এই ধরনের মন্তব্য বড় কোন অঘটনের দিকেই দিক নির্দেশ করে।শীতলক্ষায় কারা বস্তায় ভরে লাশ ফেলে তা কারো অজানা নয়।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309118
১৫ মার্চ ২০১৫ রাত ০৮:৪৮
শেখের পোলা লিখেছেন : অবাক হবার কিছুই নেই৷ এ সব গা সওয়া হয়ে গেছে৷ তারা স্বপ্ন বাস্তবায়ন করেই ছাড়বে৷ কারণ ফসকালেই অতল কূপ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File