ব্লগ জগতে অভিজিতের যারা কাছের লোক তাদের ভুমিকায় হতবাক! এরা কি মানুষ?

লিখেছেন লিখেছেন সমুদ্রপার ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৫৪:২০ দুপুর

অভিজিত রায় ব্লগ জগতে নতুন নয়। আওয়ামিপন্থী কিছু ব্লগে বিশেষভাবে সচলায়তন ও আমারব্লগে তার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে।ব্লগ ও ফেসবুকে এরা সবসময় দল্গতভাবে বিচরন করত। অভিজিত হত্যাকান্ডের পরপর প্রাথমিকভাবে এই ব্লগগোষ্ঠী প্রবল উদ্যমে ঝাপিয়ে পরেছিল মৌলবাদীদের ওপর।কিন্তু এখন পত্র পত্রিকায় অন্য ধরনের খবর প্রকাশ পাবার পরও এরা একই ইসুতে থমকে আছে! অবাক লাগছে যে একবারের জন্যও তারা প্রকৃত খুনীদের বিচার দাবী করছে না! যারা পরম বন্ধুর মত সবসময় পাশে থাকার ভাব দেখাতো আজ বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুর পরও জোরপুবর্ক অন্ধ সেজে আছে। অভিজিতের জন্য খারাপই লাগছে। যাদেরকে সাথে নিয়ে অনলাইনে কিবোর্ডে যুদ্ধ চালাতো সেই যোদ্ধারা আদতে মানুষই না। মানুষ হলে আর আই হোক অন্তত নির্মমভাবে নিহত হওয়া বন্ধুর লাশ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার ব্যবসায় এরকম নিল্লজ্জভাবে যোগদান করত না।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306520
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:১৪
সজল আহমেদ লিখেছেন : আপনারে না হয় আবার দোষী বানাইয়া ফেলে কে জানে ।বলগে তো নিউ গু-য়েন্দা মায়াবন বিহারীনি হরীণী আছে তিনি এই বলগের ইসলাম পন্থি ছাড়াও সাধারণ সব বলগারের সব তথ্য গোয়েন্দা বিভাগে রিপোর্ট করে ।
306538
২৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:২৫
হতভাগা লিখেছেন : ধর্মই মানুষকে পশুর থেকে আলাদা করে । ধর্মহীন মানুষ পশুর তুল্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File