এইবার কুটনীতিকদের ধমক
লিখেছেন লিখেছেন সমুদ্রপার ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:২৯:৩৬ সকাল
আওয়ামিলীগ সরকার বেশ শক্ত ও মজবুত অবস্থানে চলে গিয়েছে।বিএনপির নাশকতা ফর্মুলা পুরোপুরি ফেল হবার পর তাদের সর্বশেষ ভরসা ছিল বিদেশী কুটনীতিকরা। দেশে বিদেশে জোড়ালো লবিং চালিয়ে বিএনপি কিছুটা হলেও সাফল্য পেয়েছিল এই ব্যাপারে। যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে , জাতিসংঘ থেকে ফোন এসেছে, বিদেশী কুটনীতিকরা খালেদা জিয়ার কার্যালয়ে গিয়ে কয়েক দফা বৈঠকও করেছে। কিন্তু শোনা গেছে যে বিএনপির নাশকতার বিভিন্ন প্রমান বিদেশিদের কাছে সরকারের তরফ থেকে পাঠানো হয়। সেই সাথে সন্ত্রাসীদের কাছে কোন প্রকার আত্মসমর্পন না করার কথাও জানানো হয়।
কিন্তু তারপরো কুটনীতিকরা যে কোন কারনেই হোক সংলাপের ওপর জোর দিতে থাকেন। কিন্তু গত পড়শু মান্না খোকার ফোনালাপ সরকারের জন্য দারুন এক সুযোগ তৈরী করেছে। তারা জোড়ালো গলায় কুটনীতিকদের ধমক দিয়ে বলেছেন যে রীতিনীতি ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এতে কুটনীতিক পাড়ায় অস্বস্তি শুরু হয়েছে।
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন