বিএনপির নেতৃ্ত্ব পরিবর্তন এখন এই সময়ের দাবী
লিখেছেন লিখেছেন সমুদ্রপার ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৬:৩০:৪৫ সন্ধ্যা
বাংলাদেশের ৯৯% লোকই আওয়ামিলীগের পতন চায়। কিন্তু এই পতন ঘটাতে বিএনপি সরাসরি জনগনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এই বিএনপির প্রতি কি জনগনের কোন সমর্থন থাকা সম্ভব? একের পর পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপি নিজেকে একটি জঙ্গীদল রুপে প্রমান করা ছাড়া আর কি পেয়েছে ? নাশকতা ফর্মুলা পুরোপুরি ফেল মারার পরও তারা এই পথ পরিহার করার কথা ভাবছে না। উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার নতুন পরিকল্পনা করে সরাসরি ধরা খেয়েছে। বিএনপি নেত্রীর কার্যালয়ের সামনে আগুনে পোড়া মানুষের পোস্টার নিয়ে কান্নার অভিনয়ে নেমেছে অভিনেতা অভিনেত্রীর দল। এইসব ছবি এরপর পাঠানো হবে মার্কিন রাস্ট্রদুতের অফিসে।
বিএনপির সব বাঘা বাঘা নেতারাতো সব কারাগারেই এখন খালেদা জিয়াকেও গ্রেফতার করলেও অবাক হবার কিছু নাই। কারন গ্রেফতার করার প্রতিটা যৌক্তিক কারন তিনি নিজ হাতে তুলে দিয়েছে সরকারের হাতে। যুদ্ধপরাধি বিচার স্থগিত করে খুব সহসা পেট্রোল বোমা ও নাশকতার ষঢ়যন্ত্রকারিদের বিচার শুরু হলে অবাক হবার কিছু নাই। গঞ্জাগরন মঞ্চ এরপর নতুন মঞ্চ বসাবে নাশকতার বিচার মঞ্চ। ৪০ বছর আগেকার মুক্তিযুদ্ধে যুদ্ধপরাধীদের ভুমিকার চাইতেও এবারের নাশকতার অপরাধ অধিক মাত্রায় হালে পানি পাবে।
এখনই যদি শহীদ জিয়ার বিএনপিকে বাচাঁনোর উদ্যোগ না নেয়া হয় তবে বিএনপির পার্মানেন্ট কবর রচিত হবে কোন সন্দেহ নাই। মুক্তিযুদ্ধে অংশগ্রহকারী মেজর জিয়ার আদর্শে অনুপ্রানিত রিটায়ার্ট কোন আর্মি অফিসারের নেতৃত্বে এক নতুন বিএনপির পুনরুত্থান এখন এই সময়ের দাবী।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন