জনগণ শান্তি চায়

লিখেছেন লিখেছেন ব্লগার শুয়েব আহমেদ ০৬ জুন, ২০১৪, ০৭:৩৫:১৪ সকাল

দেশে অশান্তি বিরাজ করছে। অশান্তির আবহাওয়া প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মানুষ আজ নিরাপদ নয়। চতুর্দিকে ঘুম, হত্যা, চুরি, ডাকাতি, ভূমি দখল ইত্যাদি। বিভিন্ন অপকর্মের লোকদের কাছে মানুষ জিম্মি, সরকারের পেটোয়া বাহিনীর কাছেও মানুষ নিরাপদ নয়, তারা টাকার বিনিময়ে নিরীহ মানুষ খুন করার সুযোগ দিচ্ছে,

অথচ তারা শান্তি বাহিনী। জনগণের সমস্যা সমাধানের জন্য তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। মোট কথা,, দেশে শান্তি আসার মাধ্যম হল প্রশাসন। উনারা যদি কোন রূপ দুর্নীতি না করেন, টাকার উপর লোভ লালসা না করেন এবং আইনি দায়িত্ব গুলো সঠিক ভাবে

আদায় করেন, তাহলে কোন রুপ অশান্তি বিরাজ করবেনা বরং শান্তির আবহাওয়া প্রতিটি মানুষের ঘরে ঘরে বইবে।

বিষয়: রাজনীতি

১১৩৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231313
০৬ জুন ২০১৪ সকাল ১১:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : প্রথম ভাবলাম কবিতা কিন্তু পড়ে কোনো ছন্দ না দেখে ভাবলাম সমসাময়িক রাজনীতি নিয়ে লেখা। তবে ভালো বলেছেন।
231318
০৬ জুন ২০১৪ দুপুর ১২:১৮
ব্লগার শুয়েব আহমেদ লিখেছেন : টিক বলছেন,,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File