অন্তরে দাগ প থি ক রে জা
লিখেছেন লিখেছেন পথিক রেজা ০৪ এপ্রিল, ২০১৪, ০৩:৩৯:৩৩ রাত
আহারে! কতদিন দেয়ালের ওপাশ থেকে
তোমার ধারালো সুর
কর্ণদহলিজে পদাঘাত করেছে,
একবারও দেয়াল ভাঙতে পারিনি।
তোমার প্রকৃতি উদ্ধারে কত প্রাণান্তর মহড়া
অথচ একবারও তোমার নীলে হারাতে পারিনি।
আমার স্বপ্ন যে আকাশে দোদুল্যমান;
সে আকাশ তোমার খাঁচায় বন্ধি,
আমার বুকে যে তীর
তার সাথে তোমার সন্ধি!
ম্যারাথন স্মৃতিগুলো কী শুধুই স্মারক?
স্মরণচিহ্নের এঁকেবেকে চলা রক্তস্রোত
থামবে কোথায়?
দৃষ্টিজুড়ে প্রতিবাদ নেই কোনো
প্রেমও নেই
কেবলই চিরবিস্ময়
এই দাগ এই স্মৃতি
পিষ্ট হলো তোমার মাধবকুন্ডে -
বিদ্রুপের ঝর্ণাতলে।
অতপর ঃ একদিন বহু পথ পেরিয়ে
শূন্যলোকে এসে আমি
মুক্ত করে দেবো- মুক্ত হয়ে যাবো।
বিষয়: সাহিত্য
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন