যুদ্ধ শেষে বিদ্ধস্ততায় না হয় ভেসে যাই ......

লিখেছেন লিখেছেন শের খান ১০ এপ্রিল, ২০১৪, ০৩:১৬:২৯ দুপুর



মাঝে মাঝে ইচ্ছে করে দুজনের সাথে বয়ে যাওয়া

প্রচন্ড সেই ঝড়ো বাতাসকে মুখোমুখি দাঁড় করাই...

দেখি -দুজনের সেই দু'রকম ঝড়ো বাতাস

নিজেদের সাথে যুদ্ধ করে জিততে পারে কি না...!

কিংবা যুদ্ধ হোক তোর সাথে আমার ...

একেবারে মুখোমুখি...

জিতি বা না জিতি শুধু একটু মুগ্ধ হই...

সেই যুদ্ধে দাঁড়ানো তোকে দেখি ...!

কিছুক্ষন না হয় বাড়তে থাকুক...

বুকের ভেতর দ্রিম দ্রিম করে বেজে চলা শব্দটা ...

যুদ্ধেই না হয় কিছুক্ষন কাছে পাই তোকে ...!

যুদ্ধ শেষে বিদ্ধস্ততায় না হয় ভেসে যাই

আরো কিছুক্ষন তোকে ভেবে...।

বিষয়: সাহিত্য

১০৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205702
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৩
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমার ব্যথার হাজার কথা,
বলব আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার,
ব্যথি ঘুমায়।

কেউ কখনো বুঝেনা তা,
যায়না তারে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।

মুখ খুলে সে বলে না তার,
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার,
ভুলের গোপন কথা।

যৌবন গেল জীবন যায় আজ,
হয়না তারে চেনা,
চায় বলিতে দুঃখ গাথাঁ,
মন যে করে মানা।
*******************
অসাধারন যুদ্ধ করেছেন মনের সাথে কবিতার মাঝে! আমি যুদ্ধ করিনি ক্ষতবিক্ষত হয়েছি....আর সেই দৃশ্য দেশে সে প্রতিদিন মরছে.......ধন্যবাদ হে বিরহি কবি। পিলাচ
২১ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৩
159482
শের খান লিখেছেন : ভাই আমি বিরহি কবি নই। Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File