বেশি দিন আগের কথা নয়

লিখেছেন লিখেছেন শের খান ০৩ এপ্রিল, ২০১৪, ০৫:১৫:৩৮ বিকাল

বুঝলা বন্ধুরা,দেশ নষ্ট হইয়া গেছে। আগে গ্রামে গেলে নরম ঘাসের বিছানায় গা বিছায়া শুইয়া থাকতাম।পাখির কলতানে সকালে ঘুম থিকা উথতাম,বিকালে নরম বাতাস আইসা ক্লান্ত শরীর টা জুড়াইয়া দিয়া যাইত। নদীর পাড়ে গেলে শোনা যাইত আলিম এর মতো হাজারো আলিম এর গান।সেই আলিম ও নাই,ভাটিয়ালি ও আর কেউ গায় না....।এখন মাঝিরা মাইক এ কইরা ফিল্ম এর গান বাজায়,নদীও আগের মতো আঁকাবাঁকা নাই সোজা হইয়া গেছে।

বিষয়: বিবিধ

১০০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202164
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : নদীও আগের মতো আঁকাবাঁকা নাই সোজা হইয়া গেছে
ভাই মনটা উদাস করে দিলেন। কল্পনায় ভেসে বেড়াচ্ছি ছোটবেলার সে দিনগুলিতে।
203818
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
শের খান লিখেছেন : যা লিখলাম তা তো সত্যি। তাইনা?
205014
০৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনার বেন্ডইউডট স্পীড ভাল থাকলে উপমহাদেশের বিরল প্রতিভাধর এই মুসলিম কবি ও গায়কের একটি গান শুুনুন ধর্য্যসহকারে।
ইমরান প্রতাপগড়ি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File