শাহবাগের কন্যা

লিখেছেন লিখেছেন শেহজাদ আমান ২৫ জুন, ২০১৫, ০৯:৪৭:২৫ রাত



তোমায় দেখেছি শ্রাবণ বা ভাদ্রে

কখনও প্রখর রোদ্রে,

কখনও ঝিরি ঝিরি বৃষ্টিতে

ধ্বংস অথবা সৃষ্টিতে।

দেখেছি তোমায় হয়তোবা,

বর্ষা, শীত অথবা ফাগুণে

শাণিত স্লোগানের আগুন জ্বালা আন্দোলনে।

নতুবা হয়তো –

কতিপয় শুকনো আতেলের সম্মিলনে,

ভাবসর্বস্ব সামাজিকতার মোহাচ্ছনে,

মানুষের লেবাসে কিছু যন্ত্রমানবের মধ্যিখানে

ভেসে যেতে দেখেছি অসামাজিকতার অন্ধটানে।

যেভাবেই তুমি দেখা দাও আমায়,

আমি তোমাকে ছুয়েছি আমারই মানবতায়,

জেনে রেখ তুমি --

আমার নিত্য আগমণ থাকবে তোমারই পাড়ায়।

তোমারই জন্য না আজি

আমি ছেড়ে দিতে রাজি,

আমার বিশ্বাস বা অবিশ্বাস

যদি তুমি দাও আশ্বাস,

তুমি হবে শুধুই আমার

না হয় বিসর্জনই দেব পথ যত মধ্যপন্থার।

খোলসসর্বস্ব মানবতার বুলি না হয় গাইব

তোমার জন্য না হয় অন্তসারশূন্য হয়েই রইব।

মোমবাতি হবে প্রতীক মরণের,

ভাববনা, আমি শিকার কোন চন্দ্রগ্রহণের,

ভুলে যাব দেশ আজ মহাবিশ্ববেহায়ায় পর্যদুস্ত,

আমি শুধু তোমাতে হব চন্দ্রগ্রস্থ।

হে শাহবাগের কন্যা—

ওপেন রিলেশনশীপের খোলা ডাস্টবিন ছেড়ে বরং শুধু আমার হয়ে এসোনা?

শুদ্ধতা, মনুষ্ব্যত্ব আর ভালবাসা হোক আমাদের প্রেরণা।

সত্যি বলছি, করবনা তাহলে এর মত কোন ‘ছাগু সংগীত’ রচনা,

আমি হই তোমার বাসনা, তুমি হও আমার কামনা।

বিষয়: সাহিত্য

১০১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327478
২৫ জুন ২০১৫ রাত ১০:২১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৫
287018
শেহজাদ আমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ বস !
327504
২৬ জুন ২০১৫ রাত ১২:৩৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টাইটেলটা
শাহবাগী
দিলে বেশ হতো!!! ধন্যবাদ..
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৬
287019
শেহজাদ আমান লিখেছেন : ধন্যবাদ সাজেশনের জন্য Winking)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File