শাহবাগের দেয়াল

লিখেছেন লিখেছেন শেহজাদ আমান ০৮ এপ্রিল, ২০১৫, ০৩:০২:৪০ দুপুর



হেডফোন কানে লাগিয়ে

এফএম রেডিওতে

নভেম্বর রেইন গানটা শুনতে শুনতে

বৃষ্টির মাঝে হেটে গেছি

শাহবাগেরই পথটা ধরে

সে তো অনেকবারই।

যুদ্ধপরাধিদের বিচারকে সমর্থন করে

শিবিরের পোলাপানের থ্রেট খেয়েছি অকাতরে

সেও তো অনেকদিন আগের কথাই।

শাহবাগের তোমরা

আমার পরিচিত মুখ ভীষণ

তবু, তোমাদের স্লোগানে আমার গলা মেলেনা

তোমাদের সাথে প্রতিবাদে আমার হাত বজ্রমুষ্ঠি হয়না

তোমাদের সাথে মিছিলও করা হয়না।

আমরা চাই বিচার

তোমরা চাও ‘শুধুই ফাঁসি’

তোমাদের মাঝে আমি বল

কেমন করে আসি?

মোমবাতি আমার কাছে জীবনের প্রতীক

তোমাদের কাছে মরণের

দেখে ভাবি, তবে কি তারুণ্যও শিকার

কোন এক চন্দ্রগ্রহণের?

তোমাদের সাথে

না হলে একমত শতভাগ

না ভেবে পিছু-আগ

বানিয়ে দাও ছাগু বা পাকিস্তানী ছাগ !

তাইতো, আমি কখনোই

যেতে পারিনা তোমাদের কাছে

আমি নিজেকে করে রাখি আড়াল,

আমাকে থামিয়ে দেয়

উগ্র জাতীয়তাবাদে গড়া

ভীষণ সাম্প্রদায়িক ঐ

শাহবাগের দেয়াল ।।।

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313663
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : এই শাহবাগই তো জাশিদের পশ্চাদ দেশের ছাল তুলে লবন লাগিয়ে দিয়েছে

লাকি ইমরানদের সেই জোরালো ভোকাল জাশিদের পায়জামা সবসময়ই ভিজিয়ে দিয়েছে , কি সামনে কি পেছনে ।

যতদিন জাশি থাকবে ততদিন শাহবাগ থাকবে তাদের ছাল তুলে নিতে
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৩১
254596
আবু জান্নাত লিখেছেন : জাশি কি ভাইয়া?
০৮ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৪০
254598
হতভাগা লিখেছেন : জাশি মানে হল জামায়াত শিবির
০৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২৩
254600
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বিএনপির নেড়ি লোক গুলাকে বিগত ৬ বছর জামায়ত শিবির স্যালাইন দিয়ে বাচাইয়া রেখেছিল আজ কিনা সেই নেড়িরা বলতেছে জাশি !!
ছি ছি ঃঃঃঃঃ
০৮ এপ্রিল ২০১৫ রাত ০৮:৫৪
254659
হতভাগা লিখেছেন : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কারণেই জামায়াত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় - এজন্য জিয়াকে মরনোত্তর কটু কথা শুনতে হয় ।

জামায়াতের নেতাদের মন্ত্রীত্ব দিয়ে খুব বড় অন্যায় করে ফেলেছিল । যেটার ফল বিএনপিকে ভুগতে হচ্ছে ।

যে জামায়াতের জন্য বিএনপির আজকের এই পরিস্থিতি , বিএনপির সাথে না থাকলে জামায়াতকে স্রেফ কচু কাটা করে ফেলতো আওয়ামী লীগ ।

ছাত্রদল আর ছাত্রলীগ যতই দা-কুমড়ার সম্পর্ক হয়ে থাকুক না কেন জামায়াতকে ঠ্যাঙ্গানীর ব্যাপারে এরা একজোট।
১৬ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১৮
287020
শেহজাদ আমান লিখেছেন : কিন্তু সমস্যা হচ্ছে আমরা চাই বিচার, তারা চায় শুধুই ফাঁসি !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File