এক বার ভাবুন তো!!!!
লিখেছেন লিখেছেন আইশা সিদ্দিকি ০৬ এপ্রিল, ২০১৪, ১২:৫২:১৫ রাত
আপনি কি কারো ক্ষতি করার কথা চিন্তা করছেন ? আপনার মুল্যবান সময় টুকু আপনি কি কারো ক্ষতি বা কুৎসা, গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন? আপনি কি কারো যন্ত্রনার কারণ হয়ে দাড়াচ্ছেন ? আপনি কি যেনে শুনে কোনো ক্ষতিগ্রস্থ ব্যক্তির ক্ষতি করছেন ? আপনি কি ইচ্ছে করেই কারো সাথে মিথ্যা বা ছলনা করছেন ? আপনার চিন্তা ভাবনায় কি খারাপ বা কারো অমঙ্গলের চিন্তা আসছে ? আপনি যাই করেন না কেন , লুকিয়ে লুকিয়ে যার ক্ষতিই করেন না কেন, মনে রাখবেন দুনিয়া ক্ষনস্থায়ি জায়গা। আপনি যাই করবেন আল্লাহপাক সবই দেখছেন। আল্লাহকে ভয় করুন। মানুষের উপকার করতে না পারেন অন্তত কারো ক্ষতি বা যন্ত্রনার কারন হয়ে দাড়াবেন না। মনে রাখবেন আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি চাইলে আপনাকে কোনো পশু বানিয়ে ও পৃথিবীতে পাঠাতে পারতেন। কিছু করার আগে এক বার ভাবুন আপনি কি করতে যাচ্ছেন। প্লিজ ভাবুন।।।।।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারপরও মানুষ কেন আল্লাহ'র (এটলিস্ট সরাসরি কুর'আনে বর্ণিত) নিদের্শগুলো মানতে চাই না? বড়ই অদ্ভুত - মানুষ! একটা মানলে আরেকটা মানে নাঃ- নামাজ পড়ে, আবার সুদ খাওয়া যে হারাম সেটা মানে না। রোজা রাখে, কিন্তু পর্দার বিধানগুলো মানে না।
মন্তব্য করতে লগইন করুন