সুরমা নদীর করুণ দৃশ্য!!!!!

লিখেছেন লিখেছেন জিহাদী ২২ এপ্রিল, ২০১৪, ০৩:৩৭:২৭ দুপুর



দি Thinking?

দেখুন আমাদের ঐতিহ্যবাহী সুরমা নদীর করুন অবস্থা।

এর জন্য সম্পূর্ণ রুপে দায়ী আমরা। কারণ হিনদুস্তানের সাথে আমরা যুদ্ধ, সংগ্রামে না ঝাঁপিয়ে পড়তে পারতেছি।

না তাদের এই দেশের দালাল, পা চাটা কুত্তাদের দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি।

তাই সময় এসেছে তিস্তা, সুরমা, ফারাক্কা বাঁধ তথা সকল নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করার।

তাই দল মতের উর্ধ্বে উঠে আগামী 28 শে এপ্রিল লং মার্চ যোগ দেই।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211859
২২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : তেত্রিশ বছর আগে আমি সুরমা কে দেখেছি, সুরমার স্বাস্থ্য এভাবে শুটকীর মত ছিলনা, এই সুরমায় ছিল উত্থাল যৌবন। আমার জীবনে দেখা সকল নদীর মধ্যে সুরমা নদীকেই সবচেয়ে সুন্দর, শান্ত ও উপকারী নদী মনে হয়েছে। নেতাদের হৃদয়ে দেশ প্রেমের অভাবে সুরমা এখন খালে পরিনত হয়েছে।
211872
২২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
আহ জীবন লিখেছেন : নেতাগো দেশ প্রেমে নেতাগো পকেট এখন নদী উপচাইয়া সাগর হয়া গেচে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File