মাহমুদুর রহমান একটি অহংকার, সাহসের বাতিঘর, আপোষহীন অবিসংবাদিত নেতা!!!

লিখেছেন লিখেছেন জিহাদী ০৪ এপ্রিল, ২০১৪, ১২:৪১:৪২ রাত



আমরা কি সত্যিই ভুলে গেছি এই মহান মানুষটিকে।যে লোকটি জীবনের মায়া, মায়ের মমতা, স্ত্রীর ভালবাসা ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে ১৬ কোটি ঘুমন্ত বাঙালীকে জাগিয়ে তুলেছিল। তাকে কি আমরা এই প্রতিদান দিলাম।

যে লোকটি এতটা দিন থেকেই জালিমের কারাগারে বন্দী।

কি করলাম আমরা ওর জন্য??

আমরা আসলে এমন এক জাতি ভাল লোকের কদর বুঝি না আর চোর, বাটপার, লুটেরাদের নিয়ে মহা আনন্দে ব্যস্ত থাকি।

মাবুদ তুমি এই মজলুমকে রক্ষা কর।।

ন্ম

দি

মে

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202328
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : নাহ! একে ভুললে তো জাতীয় বেঈমান হয়ে যাব। Praying Praying Praying আল্লাহ রক্ষা করুন উনাকে। স্যালুট!
202329
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৭
সন্ধাতারা লিখেছেন : হে মাবুদ এই মহৎপ্রাণ মানুষটিকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও, তাঁকে রক্ষা কর হায়েনাদের হাত থেকে। আপনার লেখাটি পড়ে চোখে পানি এসে গেল।
202332
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫১
জিহাদী লিখেছেন : ওনার জন্য শুধু দোয়া করে বসে থাকলে চলবে না।মাঠে নামতে হবে!!
202335
০৪ এপ্রিল ২০১৪ রাত ০১:০৮
বুঝিনা লিখেছেন : আমরা কি সত্যিই ভুলে গেছি এই মহান মানুষটিকে।যে লোকটি জীবনের মায়া, মায়ের মমতা, স্ত্রীর ভালবাসা ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে ১৬ কোটি ঘুমন্ত বাঙালীকে জাগিয়ে তুলেছিল। তাকে কি আমরা এই প্রতিদান দিলাম। Waiting Waiting Waiting Waiting হে আল্লাহ তুমি আমাদের মাঝে তাকে ফিরিয়ে দাও Praying Praying Praying
202340
০৪ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৬
মাটিরলাঠি লিখেছেন : না ভাই ভুলি নাই।
202369
০৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৫
সাদাচোখে লিখেছেন : আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া সাধারন মানুষের কাছে আর কি অস্র আছে - স্বেচ্ছাচারী, খুনী ও নষ্ট ও ভ্রষ্ট চরিত্রের একজন শাসকের কাছে? স্বাভাবতঃই বিবেকবান প্রতিটি মানুষের বুকেই রক্ত ক্ষরন হয় - মাহমুদুর রহমানের উপর পরিচালিত এই অমানবিক নির্যাতন ও নিপীড়নের জন্য।

কিন্তু একই সাথে মানুষ বাধ্য হয় - হেফাজত, জামায়াত ও বিএনপির দিকে আংগুল তুলে আল্লাহর কাছে অভিযোগ করতে - কেন তারা যথাযথ কর্মসূচী দেয়না, কেন তারা নেতৃত্ব দেয়না - এমন জলজ্বান্ত একজন মানুষকে সরকারের এই বর্বর নির্যাতন ও নিপীড়ন হতে বাঁচাতে - যেখানে গণমানুষ রাস্তায় নামতে পারে, প্রতিবাদ করতে পারে এবং সম্ভব হলে ওনাকে মুক্ত করতে কার্যকর ভূমিকা ও রাখতে পারে।
202422
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
জাগো মানুস জাগো লিখেছেন : We cannot forget him.He is bravo man.May allah bless him, return us alive.we pray for him.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File