উপজেলা নির্বাচনে জয়ী ,সরকার না জনগণ!!!!

লিখেছেন লিখেছেন জিহাদী ০২ এপ্রিল, ২০১৪, ০৩:৫৩:০৬ দুপুর

পাঁচটি ধাপে প্রায় দেশের প্রায় ৪৫২ টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন প্রশ্ন হল!

এই নির্বাচনের মাধ্যমে সরকারের কি অর্জন আর জনগণ তথা সাবেক বিরোধী দলের কি অর্জন। আর তাতে কে জয়ী হল। প্রথম ধাপে যখন নির্বাচন শুরু হয়েছিল তখন মোটামুটি প্রায় ৬৭% এর মত লোক সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেছিল। তারপরেও আমরা দেখলাম অনেক কারচুপি। এবং প্রথম পর্যায়ে ১৯ দলীয় জোটের জয়জয়কার। পরে দ্বিতীয় ধাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যা দেখলাম। নজিরবিহীন ভোট জালিয়াতির আশ্রয় গ্রহন করেছে সরকারী দল। যা সুষ্ঠু গনতান্ত্রিক প্রক্রিয়ায় নুন্যতম কোন পর্যায়ে ও পড়ে না। যেখানে আমরা দেখলাম ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি ভোট জালিয়াতি সেখানে ইসি বলে এরকম কিছু কিছু ঘটনা নির্বাচনে হয়ে থাকে। মানলাম!!

তবে যদি লোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটের অধিকার আরোপ করতে পারত। শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৮ জন লোক মারা ও গিয়েছে। আর সরকার বলছে ভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। যে যাই বলুক!!

সত্যিই নজিরবিহীন জালিয়াতি। বর্তমান অবৈধ. সরকার ক্ষমতায় টিকে থাকতে জনগণের সাথে যে তামাশা শুরু করেছে। তার জবাব জনগন উপজেলা নির্বাচনের মাধ্যমে দিতে চেয়েছিল। সেটা সরকার অনেক আগ থেকেই টের পেয়ে ধাপে ধাপে নির্বাচনের মাধ্মমে তার ভরাডুবির যে পরিমাণ তা ধীরে ধীরে সম্পন্ন করেছে। অনেক কেন্দ্রেই ভোটার ভোট দিতে গিয়ে দেখে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন কে লোকসান আর লাভবান। সাবেক বিরোধী দলের যে লে .লাভ তা হল মোটামুটি জনগণ ও বহির্বিশ্বে বুঝাতে সক্ষম হয়েছে যে এই সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। আর সরকারের লাভ হল তারা এখন আর ব্যাপক ভাবে তাদের সোনার ছেলেরা হত্যা, ছিনতাই, সন্ত্রাস, দুর্নীতি আর ইচ্ছে মত আয়েশের করতে পারবে। তবে ক্ষতি জনগণ থেকে বিচ্ছিন্ন এটা এখন সহজেই প্রমাণিত। আর জনগণের লাভ শুন্যের কোটায়!!

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত আমরা। সরকার দলের হিংস্র তান্ডবের শিকার হলাম।

আল্লাহ্ রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201673
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পৃথিবীর সব নির্বাচনেই কিছু না কিছু জালিয়াতি হয়ে থাকে। বাংলাদেশ তার ব্যতিক্রম হবে কেনো।
201676
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২৪
জিহাদী লিখেছেন : কারন বাংলাদেশ ত আর অন্য দেশের মত না। কারন েযে দেশ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে গনতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে। আর সেই বাংলার যদি হয় এই হাল!!
201683
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটানো না গেলে দেশে নির্বাচনের সময় এইরকম সহিংসতা ঘটতেই থাকবে।
201699
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
201713
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৬
স্বপ্নবাজ ও নষ্ট জীব লিখেছেন : এটা কে নির্বাচন বলে । অতি শীঘ্রই নির্বাচনের সঙ্গা
পরিবর্তন করতে হবে....
201738
০২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : হুম! ভাবার বিষয় Thinking Thinking Thinking Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File