রাজাকারের ফাঁসি চাই।

লিখেছেন লিখেছেন ইসলাম ঈভান ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১৬:৫৭ রাত

হ্যা একজন স্বাধীনদেশের স্বাধীনতম নাগরীক হয়ে স্বধীনভাবে বলতেই পারি আমরা রাজাকারের ফাসিঁ চাই। সেই ক্ষেত্রে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি রাজাকারে প্রমানিত হয় সে ক্ষেত্রে কেনো নয়।

পূর্বের তথাকথিত কথাটি ভূলে গেলে চলবে না যে, দুর্যন বিদ্যান হলেও পরিত্যার্য। আল্লামা সাঈদী তো দুর্যন নয় তিনি একজন পাপাচার, তার পাপ তাকে কখনোই ক্ষমা করবে না এমনকি ফাসিঁর দড়িতে ঝুলে থাকলেও না। আমরা দেল্ল্যা রাজাকারের ফাসিঁ চাই, যেই রাজাকার ক্রোধের মুখে অসংখ্য মানুষকে নির্বিচারে মারার প্রয়াশ পোষন করেছে আমরাও ক্রোধের মুখে তার ফাসিঁ কামনা করি।

ফেরাউনও আল্লাহ বিশ্বাস করতো তবে তার আগে সারা দিন নিজেকে খোদা বলে মানুষের কাছে জোর করতো রাতের বেলায় তার খোদার কাছে ক্ষমা প্রার্থনা করতো।

তার পাপের বোজাটা এমন হইছে যে সয়ং আল্লাহ তাআলা তাকে এমন করুন পরিনতি ঘটিয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্বরুপ তাকে রেখে দিয়েছে,

সেই সুবাদে আমরাও চাইব আল্লামা দেল্লা রাজাকারের পাপের সাস্তিটা আমাদের কাছে তথা পুরো স্বধীন বাঙালীর কাছে একটা দৃষ্টান্ত হিসাবে অটুট থাকবে।

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265987
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪৫
মহি১১মাসুম লিখেছেন : সহমত রইলো।
কাংখিত রায় আসবে কী ? আমি সন্দেহ বাতিকে ভূগছি ।
265989
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:১৮
মনসুর আহামেদ লিখেছেন : ইসলাম ঈভান ,অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
http://www.bdmonitor.net/blog/blogdetail/bloglist/8752/rabiul.neঅপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
265996
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩৮
শেখের পোলা লিখেছেন : নাট্য মঞ্ছের রাজা যেমন আসল রাজা নয় তেমনই ভিলেনও আসল ভিলেন নয়৷
266014
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৫
ইসলামী দুনিয়া লিখেছেন : ছাই দিয়ে দড়ি পাকানো যায়। সবই সম্ভব ক্ষমতায় থাকলে।
266017
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৭
আবু নাইম লিখেছেন :
266026
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫১
আল সাঈদ লিখেছেন : কিছু খাইছেন মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File