বাংলাদেশ আজ হয়ে যাচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য।
লিখেছেন লিখেছেন ইসলাম ঈভান ২৩ এপ্রিল, ২০১৪, ০২:২৪:১০ দুপুর
এ তো একটা সময়ের ব্যাপার মাত্র। চাইলেই হয়ে যেতে পারবেন আমাদের মাননীয় সরকার প্রধান এই দেশের মানে বাঙলাদেশের মুখ্য মন্ত্রী।
যে দিন বিল পাশ হয়ে যাবে সাথে সাথে আরো একটা এজেন্ডাও পাশ হয়ে যাবে সেটা হবে বাঙলা ভাষাভাষির পাশাপাশি ভারতের অঙ্গরাজ্য বাঙালীকেও হিন্দী ভাষা রীতিতে চতুর্ষপদ হতে হবে।
সাথে সাথে এ ও হতে পারে যে আমাদের জাতীয় সংগীতের খানিকটা পরিবর্তন ও হতে পারে। খানিকটা এ অর্থে যে তাদের মানে ভারতের জাতীয় সংগীতের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলাদেশের ও তাই। সুতরাং জয় মাতা দিয়েই শুরু করা যাক অঙ্গ রাজ্য বাংলার জাতীয় সঙ্গিত চর্চা।
এ অর্থে এটাই প্রমানিত ১৯৭১ সালের যুদ্ধটা হয়তো বৃথাই প্রমানিত হতে যাচ্ছে। যদি তাই হয় তাহলে হবে কি শহীদদের মিথ্যা সৃতিচরন বন্ধ করে দিতে হবে, সৃতি সৌধ ভেঙ্গে ওখানে বিজেপির লোগো ভাস্কর্য তৈরী করতে হবে, সরকারি আরো কিছু ছুটির দিন মিছেমিতছি প্রমানিত হবে নানান ধরনের কৃতিকাব্য যুক্ত হবে।
তবে আমরা বাঙালি, সেই প্রতিবাদ করে আসছি কবে থেকে। শুধুমাত্র প্রতিবাদই নয় প্রতিবাদের প্রতিপাদ্য স্বরটাই ছিনিয়ে আনছি নিজের অধিকারের জোরে।
আর এ সময় এসে তো আমাদের বাচ্ছা পোলাপাইনও প্রতিবাদ করবে কারন এটা আমাদের মায়ের অধিকার যে।
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন