লক্ষ্মী একটা বোন চাই Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২৬ মে, ২০১৪, ০৮:০৫:৩৫ রাত



আমার একটি বোন চাই আদর মাখা বোন

কণ্ঠে যে তার থাকবে শুধু ভাইটি সারাক্ষণ

একটি নয় দুটি নয় হাজারটা চাই বোন

আদর দিয়ে সোহাগ দিয়ে ভরাবে যে মন

বোনের আশা করে করে হলাম ভাই চার

মাতা-পিতা ভাইদের সব হলো যে মন ভার

চারটি ভাইয়ের একটি যদি হতো আমার বোন

দুষ্টমি আর বাদরামিটা যে চলতো সারাক্ষণ

ভাই দিয়ে তো বোনের অভাব পূরণ হবার নয়

সার্চ করছি একটি বোন কোনভাবে যদি হয় Sad Sad

উৎস্বর্গ : ব্লগের সকল আদর এবং লক্ষ্মী বোনদের

বিষয়: বিবিধ

২৫৯৪ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226623
২৬ মে ২০১৪ রাত ০৮:০৭
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো--------আশাকরি বোনেরা আপনার আহবানে সাড়া দিবেন।
২৬ মে ২০১৪ রাত ০৮:০৯
173531
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দুই একজন দিয়েছে অবশ্য কিন্তু তাদেরও তো ভাই আছে তাই তারা ওতটা আদর আর স্নেহ করবে না। তাই ফ্রেশ বোন চাই।
226625
২৬ মে ২০১৪ রাত ০৮:০৭
বিন হারুন লিখেছেন :
২৬ মে ২০১৪ রাত ০৮:০৯
173532
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : অনেক ধন্যবাদ হারুন ভাই। Clown Clown
226630
২৬ মে ২০১৪ রাত ০৮:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমরা দু ভাই বোন নেই তবে সেটা ও আল্লাহর সুন্দর
২৬ মে ২০১৪ রাত ০৮:১০
173533
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুন্দর সুন্দর। আসেন মোলাকাত করি। Big Hug Big Hug
২৬ মে ২০১৪ রাত ০৮:১১
173534
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Broken Heart Broken Heart
২৬ মে ২০১৪ রাত ০৮:১২
173536
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বোন নাই দেখে কলজেটা ফেটে যাচ্ছে আপনার? আহারে কি কষ্ট। কেউ সাড়া দেয় না। Sad
২৬ মে ২০১৪ রাত ০৮:১৩
173540
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কে সারা দেবে এখন যে আসবে সে তো বউ
২৬ মে ২০১৪ রাত ০৮:২৩
173548
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বউকেই বোন বানিয়ে নিবেন। হাহাহাহাহা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ মে ২০১৪ রাত ০৮:২৮
173553
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Tongue Tongue Tongue Tongue Tongue
226638
২৬ মে ২০১৪ রাত ০৮:১৪
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ রাত ০৮:২২
173545
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লা
226641
২৬ মে ২০১৪ রাত ০৮:১৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমার অনেক বোন আছে। সুন্দর কবিতা। ছবিটাও সুন্দর।
২৬ মে ২০১৪ রাত ০৮:২২
173546
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমাকে একটা দিবেন? Sad
226643
২৬ মে ২০১৪ রাত ০৮:২০
সন্ধাতারা লিখেছেন : হৃদয়মাখা ও আবেগছোঁয়া মিষ্টি কবিতার জন্য অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৪ রাত ০৮:২২
173547
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
226647
২৬ মে ২০১৪ রাত ০৮:২৩
ভিশু লিখেছেন : কেউ একটা বোকাসোকা ভাইয়া চাইলে আমি হইতে পার্তাম মনে অয়!
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Sad Sad Sad
Cool Cool Cool
২৬ মে ২০১৪ রাত ০৮:২৬
173549
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চলুন আমরা আন্দোলনে নামি।
226677
২৬ মে ২০১৪ রাত ০৯:২২
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতার সাথে ছবির মিল নেই। এইটুকুন বয়সে এত কাজ করতে দিলে বোন ধার দেয়া যাবেনা। দুঃখিত
২৬ মে ২০১৪ রাত ০৯:৪৭
173605
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : একটা দিন না ভাই। ওকে কোনো কাজ করতে দিবো না। সারাক্ষণ শুধু আদর করবো। Sad Sad
226703
২৬ মে ২০১৪ রাত ১০:০১
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : ব্লগে এত এত বোন থাকতে আপনি একটা বোনের জন্য মন খারাপ করছেন কেন? সবাইকে আপন করে নিন দেখবেন একেক বোনের মাঝে আছে একেক রকম গুণ। স্নাত হতে পারবেন সবার স্নেহের ধারায়......
২৬ মে ২০১৪ রাত ১০:০৯
173612
আফরা লিখেছেন : আপুর সাথে একমত ।
২৬ মে ২০১৪ রাত ১০:২৩
173615
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমি সেরকমই চাই। সেইজন্যই তো সব বোনকে উৎস্বর্গ করেছি। সবাই আমার বোন।
১০
226710
২৬ মে ২০১৪ রাত ১০:১১
আফরা লিখেছেন : ভাইয়া একটা বোনের জন্য আপনার এত দুঃখ ।ামরা সবাই আপনার বোন ।
২৬ মে ২০১৪ রাত ১০:২৭
173622
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমি মনে করি বোন ছাড়া ভাইদের জীবন অপূর্ণাঙ্গ থেকে যায়। বোনরা সেই শূন্যস্থান পূরণ করে। নিজের তো আর নাই এখন ব্লগের বোনরাই ভরসা। Sad Sad
১১
226716
২৬ মে ২০১৪ রাত ১০:২১
নিশা৩ লিখেছেন : দেখলেন তো আন্দলোন ছাড়াই কত বোন পাওয়া গেল। আফরা এবং মনটা আমার বাঁধনহারা আপুদের সাথে একমত। সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ। Rose Rose
২৬ মে ২০১৪ রাত ১০:৩৪
173624
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : প্রথম ভাবছিলাম কবিতাটা আপনি এবং আফরাকে উৎস্বর্গ করবো কিন্তু পরে ভাবলাম ব্লগের সব আপুরাইতো আমার বোন তাই সবাইকে করেছি। কি ঠিক করি নাই আপুরা?
১২
226854
২৭ মে ২০১৪ সকাল ০৬:৪৪
আনিস১৩ লিখেছেন : পিলাচ
Good Luck Applause
২৭ মে ২০১৪ দুপুর ০৩:০৪
173846
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Hug Big Hug
১৩
227621
২৮ মে ২০১৪ রাত ০৮:১১
আফরা লিখেছেন : ভাইয়া একটা কথা বলি আপনার আগের ছবিটাই আমার কাছে বেশী ভাল লাগত ।
২৮ মে ২০১৪ রাত ০৮:৫০
174448
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তাই বুঝি পাগলি? আচ্ছা আবার দিলাম। গত দুদিন তোমাকে ভীষণ মিস করছি। কোথায় ছিলে? এখন থেকে প্রতিদিন তোমাকে ব্লগে দেখতে চাইই চাই। মনে থাকে যেন
১৪
231132
০৫ জুন ২০১৪ রাত ১০:০৭
নিশা৩ লিখেছেন : তুমি কখনই পোড়া কপাল না। নামায শেষে বা যখনই তোমার কথা মনে পড়ে সব সময় দোয়া করি। কিন্তু পরিচিত জগত থেকে লুকিয়ে থাকতে চাই এখানে একটু স্বস্তির জন্য, মনের কথাগুলো খুলে বলার জন্য। তাই মুখোশ খুলতে চাই না ভাইয়া। আমার মনে হয় তুমি আমাকে ঠিক বুঝবে।
০৫ জুন ২০১৪ রাত ১১:৪৪
177916
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সত্যি আপু তোমাদের তুলনা হয় না। মাত্র কয়েকটা দিনের পরিচয়ে তাও আবার ব্লগে এত আপন করে নিয়েছো ভাবতেই আবেগে কান্না চলে আসে। আমিও চাই তোমরা দ্বীনের সঠিক পথে থাকো। এর জন্য হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে তারপরও করো। তোমার জন্যও দোয়া ও ভালোবাসা থাকলো ।
১৫
231449
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : বোনের আশা করে করে হলাম ভাই চার
***************************
একটা বোনের জন্য মনে অনেকটা যায়গা ফাঁকা ফাঁকা লাগে...ভাই আল্লাহ সীদ্ধান্তে সন্তুস্ট থাকেন...চারিদিকে তাকান সব নির্যাতিতের মাঝেই বোনকে খুঁজে পাবেন...আপনার আবেগকে হাজার সালাম....মুন্সী।
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
178234
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : নিজের বোন নেই দেখেই হয়তো আবেগটা একটু বেশী কাজ করে অন্য বোনদের প্রতি। তাই যাকে দেখি তাকেই বোন বলে ডাকতে ইচ্ছে করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
১৬
353937
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১৭
361499
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে আসার অনুরোধ থাকল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File