আমার এলেমেলো স্বপ্নগুলো .... Day Dreaming Day Dreaming

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২৫ মে, ২০১৪, ০৪:১৬:৪৩ বিকাল



'স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না' ...

ভারতের সাবেক এই প্রেসিডেন্টের কথাটা আমার মনে সবসময় ঘন্টা ধ্বনির ন্যায় বাজতে থাকে। স্বপ্ন পূরণেই ইচ্ছাগুলো সারাক্ষণ আমাকে বিচলিত করে রাখে। আমাকে ব্যস্ত রাখে সামনের পথ চলতে। প্রত্যেকটা মানুষের চিন্তায় একটি একটি করে জগৎ খেলা করে সেই জগৎটাকে সে নিজের মত করে সাঁজাতে চায়। কেউ পারে আবার কেউ বা অবিরাম চেষ্টা করে যায়। আমারও জীবনে কিছু একটা স্বপ্ন আছে। এই যেমন সুন্দর একটি দেশ হবে আমাদের। সবাই মিলে সুখ দুখে বসবাস করবো। থাকবে না কোনো হানাহানি, মারামারি, অপহরণ, গুম, খুন। আবার পরিবার নিয়ে স্বপ্ন দেখলে দেখি সুন্দর একটি পরিবার হবে। আমরা চারটি ভাই চিরকাল একে অপরের জন্য নিবেদিত প্রাণ হবো। পিতা মাতা যেন চিরকাল সুখের ছোঁয়া পেয়ে আমাদের জন্য দোয়া করতে পারে। এক মুহূর্তও যেন তারা মনে কষ্ট না পান। আবার নিজের কথা চিন্তা করলে বলতে হয় সুন্দর মনের একটা মানুষ হবো। জীবন চলার মত একটা জীবিকা থাকবে। ছোট্ট একটা সংসার হবে। মনের মত একটা জীবন সঙ্গি থাকবে। সকল বিপদ আপদে যে আমার পাশে থেকে প্রেরণা, সাহস যোগাবে, সন্তানদের সুন্দর করে মানুষ করবে। অন্য মানুষদের সমান চোখে দেখবে। কাউকে হেয় করবে না। ইহকাল পরকাল সম্পর্কে সজাগ থাকবে। এইসব হাবিজাবি। আমার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া নয়। আমি যা পারবো তা নিয়েই ভাবি সারাক্ষণ। ছোটবেলা থেকে অবশ্য এতটা স্বপ্ন নিয়ে বড় হতে পারিনি। কারণ স্বপ্ন কাউকে না কাউকে দেখাতে হয়। আবার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে শক্তি সামর্থ্যও থাকতে হয়। তবে কিছুটা এলোমেলো স্বপ্নের মাঝেই আজ এতটা পথ পেরিয়ে এসেছি। আর একটা ধাপ পেরুতে পারলেই আমার স্বপ্নের রাজ্যে পৌঁছে যাবো। আমার স্বপ্ন পূরণে সবার দোয়া চাই।

বিষয়: বিবিধ

১৮৮৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226040
২৫ মে ২০১৪ বিকাল ০৪:২৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৪৫
173035
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ধন্যবাদ Happy>-
226047
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৩১
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার স্বপ্নগুলো পূ্র্ণ হোক এই দুয়াই করছি Praying
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৪৬
173036
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা.. আল্লাহ আপনার দুয়া কবুল করুন আমিন
226055
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৪১
আফরা লিখেছেন : সবার জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্ন পূরনের জন্য দরকার ইচ্ছার দৃঢ়তা আর আন্তরিক প্রচেষ্টা ।

আল্লাহ আমার ভাইয়ার স্বপ্ন গুলো পূর্ণ করুন এই কামনা রইল ।
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
173037
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সেরকম দৃঢ়তা আর আন্তরিক প্রচেষ্টা নিয়েই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সবার দোয়া থাকলে পৌঁছতে পারবোই পারবো। ধন্যবাদ আমার লিটল এঞ্জেল
226065
২৫ মে ২০১৪ বিকাল ০৫:০৩
শুকনোপাতা লিখেছেন : স্বপ্ন গুলো সত্যি হোক,ঠিক স্বপ্নের মতো করেই,দোয়া রইল অনেক। আমাদের স্বপ্নের জন্যেও দোয়া করবেন আশা করি। Happy Happy
২৫ মে ২০১৪ বিকাল ০৫:১১
173049
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আল্লাহ পাক আপনাকে কবুল করুন। আমিন। ফি আনানিল্লাহ। অবশ্যই করবো। আপনাদের সবার মনের নেক আশাগুলো পূরণ করে দিক।
226082
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৩৯
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৫৭
173081
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
226320
২৬ মে ২০১৪ সকাল ০৯:২৩
এম আর রাসেল লিখেছেন : স্বপ্ন দেখি একটি সুন্দর আগামীর ।
২৬ মে ২০১৪ দুপুর ১২:১৩
173322
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমিও
২৬ মে ২০১৪ দুপুর ০৩:০২
173367
এম আর রাসেল লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File