আমার এলেমেলো স্বপ্নগুলো ....
লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২৫ মে, ২০১৪, ০৪:১৬:৪৩ বিকাল
'স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা পূরণের আশা মানুষকে ঘুমাতে দেয় না' ...
ভারতের সাবেক এই প্রেসিডেন্টের কথাটা আমার মনে সবসময় ঘন্টা ধ্বনির ন্যায় বাজতে থাকে। স্বপ্ন পূরণেই ইচ্ছাগুলো সারাক্ষণ আমাকে বিচলিত করে রাখে। আমাকে ব্যস্ত রাখে সামনের পথ চলতে। প্রত্যেকটা মানুষের চিন্তায় একটি একটি করে জগৎ খেলা করে সেই জগৎটাকে সে নিজের মত করে সাঁজাতে চায়। কেউ পারে আবার কেউ বা অবিরাম চেষ্টা করে যায়। আমারও জীবনে কিছু একটা স্বপ্ন আছে। এই যেমন সুন্দর একটি দেশ হবে আমাদের। সবাই মিলে সুখ দুখে বসবাস করবো। থাকবে না কোনো হানাহানি, মারামারি, অপহরণ, গুম, খুন। আবার পরিবার নিয়ে স্বপ্ন দেখলে দেখি সুন্দর একটি পরিবার হবে। আমরা চারটি ভাই চিরকাল একে অপরের জন্য নিবেদিত প্রাণ হবো। পিতা মাতা যেন চিরকাল সুখের ছোঁয়া পেয়ে আমাদের জন্য দোয়া করতে পারে। এক মুহূর্তও যেন তারা মনে কষ্ট না পান। আবার নিজের কথা চিন্তা করলে বলতে হয় সুন্দর মনের একটা মানুষ হবো। জীবন চলার মত একটা জীবিকা থাকবে। ছোট্ট একটা সংসার হবে। মনের মত একটা জীবন সঙ্গি থাকবে। সকল বিপদ আপদে যে আমার পাশে থেকে প্রেরণা, সাহস যোগাবে, সন্তানদের সুন্দর করে মানুষ করবে। অন্য মানুষদের সমান চোখে দেখবে। কাউকে হেয় করবে না। ইহকাল পরকাল সম্পর্কে সজাগ থাকবে। এইসব হাবিজাবি। আমার স্বপ্নগুলো আকাশ ছোঁয়া নয়। আমি যা পারবো তা নিয়েই ভাবি সারাক্ষণ। ছোটবেলা থেকে অবশ্য এতটা স্বপ্ন নিয়ে বড় হতে পারিনি। কারণ স্বপ্ন কাউকে না কাউকে দেখাতে হয়। আবার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে শক্তি সামর্থ্যও থাকতে হয়। তবে কিছুটা এলোমেলো স্বপ্নের মাঝেই আজ এতটা পথ পেরিয়ে এসেছি। আর একটা ধাপ পেরুতে পারলেই আমার স্বপ্নের রাজ্যে পৌঁছে যাবো। আমার স্বপ্ন পূরণে সবার দোয়া চাই।
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমার ভাইয়ার স্বপ্ন গুলো পূর্ণ করুন এই কামনা রইল ।
মন্তব্য করতে লগইন করুন