আমি খুঁজে ফিরি তাকে Whew! Sad

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২১ মে, ২০১৪, ০৮:১২:৪৭ রাত

আমি খুঁজে ফিরি তাকে হাজার তারার মাঝে

সকাল কিংবা সাঁজে

আমি খুঁজে ফিরি তাকে হাজার পাখির মাঝে

উড়ে যায় ঝাঁকে ঝাঁকে Day Dreaming

আমি খুঁজে ফিরি তাকে হাজার গোলাপের মাঝে

যেখানে পাপড়িগুলো সাঁজানো ভাঁজে ভাঁজে

আমি খুঁজে ফিরি তাকে হাজার ব্লগারের ভিড়ে

সবাইকে পাই শুধু পাই না তারে Sad

উৎসর্গ

অতি অল্প সময়ে ব্লগারদের হৃদয়ে আসন গেড়ে বসা ব্লগার আফরা- বোনকে

বিঃদ্রঃ আমি একজন নিতান্ত মূর্খ্য, নির্বোধ এবং নাদান বালক। কবিতাতে কোন ধরনের ছন্দের ধারধারিনি (মানে ধার ধারতেই পারি না) মনে যা এসেছে তই লিখে ফেলেছি। তাই কোনো ধরনের ভুল হলে সজ্ঞানে ক্ষমা করিও মোরে।

বিষয়: বিবিধ

৩২৫৮ বার পঠিত, ৫৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224315
২১ মে ২০১৪ রাত ০৮:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বাহ এক্সিলেন্ট কবিতা তো....
চালিয়ে যান ।

২১ মে ২০১৪ রাত ১০:৩৬
171587
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কি যে বলেন বাহার ভাই। লজ্জা পেলাম। Winking)
224320
২১ মে ২০১৪ রাত ০৮:২১
হতভাগা লিখেছেন :
'' আমি খুঁজে ফিরি তাকে হাজার তারার মাঝে
সকাল কিংবা সাঁজে ''



দিনের বেলা তারা দেখার অভ্যাস আছে না কি ?
২১ মে ২০১৪ রাত ১০:৩৬
171588
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সকালে কিন্তু শুকতারাও থাকে। Love Struck Love Struck
২২ মে ২০১৪ সকাল ০৮:৫৮
171702
হতভাগা লিখেছেন : একটার মাঝে কি খুঁজবেন সকালে ?
২২ মে ২০১৪ সকাল ১১:১২
171754
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আধুনিক যুগ! হয়তো কোন নতুন আবিস্কার হইছে দিনের বেলায় তারকা দেখার কৌশল!
২২ মে ২০১৪ দুপুর ১২:৪২
171840
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তারারা কখনো হারায় না হতভাগা। হারায় আমাদের মনের জ্যোতি। একটু কষ্ট করলেই দিনেও বেলাতেও অনেক তারা খুঁজে পাওয়া যায়।
২২ মে ২০১৪ দুপুর ০২:৩০
171899
ইমরান ভাই লিখেছেন : দিনের ব্যালা আকাশে তারা থাকে তবে বড় একটা......Tongue Tongue
224322
২১ মে ২০১৪ রাত ০৮:২৫
আফরা লিখেছেন : ইউনির্ভারসিটির ল্যাইব্রেরীতে বসে ব্লগ উপেন করেই আপনার কবিতা পড়লাম শেষে যেয়ে চমকে উঠলাম ।হাসব না কাঁদব কিছু বুঝতে পারছি না সাথে কেমন যেন লজ্জাও পাচ্ছি ভাইয়া ।
২১ মে ২০১৪ রাত ০৮:৩০
171558
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বোন ভাইটি মনে হয় বোন লিখতে ভুলে গেছেন
২১ মে ২০১৪ রাত ১০:৩৮
171590
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এইতো চলে এসেছে আমার হারিয়ে যাওয়া বোনটি। লজ্জা কিসের । অলওয়েজ মিস ইউ এজ মাই সিস্টার নট এনাদারস...

শাহীন ভাই সেতো আমার বোনই। বোন হিসেবেই তো লিখছি।
২২ মে ২০১৪ রাত ০১:০৪
171644
আফরা লিখেছেন :
লজ্জা আমি অন্য কোন কারনে পাইনি ভাইয়া ।আমাকে নিয়ে আমার কোন ভাই এভাবে ভাবতে পারে এটা ভেবে আমি যেমন আনন্দিত হয়েছি আর লজ্জা পেয়েছি এটা ভেবে আমি এর যোগ্য কিনা ।

১০ বছর বয়সে বাংলাদেশ ছেড়ে এসেছি সব ছাড়তে না পারলে অনন্ত কিছুটা চাড়তে পেরেছি বাংলাদেশী মন মানসিকতা ।হাড়িয়ে যাব তোমার মাঝে ভাইয়া @
২২ মে ২০১৪ দুপুর ১২:৪৫
171843
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কাউকে কখন ভালো লেগে যায় সেটা বলা যায় না। আর আমার যেহেতু কোনো বোন নেই তাই ভালোলাগাটা একটু দ্রুত হয়েছে। মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না তার চিন্তা চেতনা আর মানসিকতার দিকে তাকালেই বোঝা যায় সে কিরকম। আমি ঠিক সেটাই দেখেছি। আর যোগ্য না হলে তো কেউ কাউকে নিয়ে এতটা ভাবে না। অলওয়েজ মিস ইউ Sad
224324
২১ মে ২০১৪ রাত ০৮:২৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খায়ছেরে......প্রেমে পড়ে গেলেন নাকি?? তবে কবিতা ভালো। উহ্হ আমার হৃদয়ে কিন্তু তার কোন আসন নাই কারণ এতো সহজে কাউকে আমি মনে আসন দেয় না।
২১ মে ২০১৪ রাত ১০:৩৯
171591
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : প্রেমেই তো পড়ছি। প্রেমে না পড়লে কি এরকম কবিতা বাহির হয়। তবে আমার প্রেমটা একটু ভিন্ন। তাকে আমি বোন বলে ডাকি। জাষ্ট এটুকুই।
২২ মে ২০১৪ সকাল ০৮:৫৯
171703
হতভাগা লিখেছেন : Pseudo বোন
224339
২১ মে ২০১৪ রাত ০৮:৫৬
পুস্পিতা লিখেছেন : এত জায়গায় খোঁজার দরকার কি... উপরের দিকে কোনায় দেখেন, সেখানে আফরা লিথে সার্চ দিলেই পেয়ে যাবেন Happy
২১ মে ২০১৪ রাত ১০:৪১
171592
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সার্চ দেই সেই ঘরে
কিন্তু তাতে কি মন ভরে Sad
২১ মে ২০১৪ রাত ১০:৪১
171593
ভিশু লিখেছেন : ভেরি ইন্টেলিজেন্ট আন্সার!
হা হা হা...
২১ মে ২০১৪ রাত ১১:০৫
171604
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমি একজন মুর্খ্য মানুষ। ইন্টেলিজেন্ট মানে যেনো কি ভাইজান?
224350
২১ মে ২০১৪ রাত ০৯:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে। কবিতার মাঝে আত্মচিৎকার! খুব ভাল লাগল। ভালা লাগাদের নিয়ে লিখা কবিতা ভাল মার্কেট পাবে। ধন্যবাদ।
২১ মে ২০১৪ রাত ১০:৪২
171594
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাদের মত জাত কবি না ভাই। জীবনে এই প্রথম একটা কবিতা নামের অগোছালো কথা লিখেছি কাউকে নিয়ে তবে সেটা অন্য কিছু ভেবে নয়।
224363
২১ মে ২০১৪ রাত ০৯:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক সুন্দর কবিতার ছন্দ Good Luck Rose
২১ মে ২০১৪ রাত ১০:৪২
171595
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : মিছে কথা। এটা কোনো কবিতা নয়। জাষ্ট মনের অনুভূতি। It Wasn't Me!
224392
২১ মে ২০১৪ রাত ১০:৪২
ভিশু লিখেছেন : আমাকে নিয়ে কেউ একটা কবিতা লিখলেন্নাহ!
Sad Sad Sad
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
২১ মে ২০১৪ রাত ১০:৪৫
171596
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এটাকে কবিতা বলে আমাকে লজ্জা দিবেন না। এটা জাষ্ট মনের কিছু অভিব্যক্তি যা তাকে নিয়ে লিখেছি। আমার তো কোনো বোন নেই তাই তাকে বোন ভাবার একটা ফিলিংস।
২২ মে ২০১৪ সকাল ১১:১৪
171755
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনেরে লিয়া মুই এক্কান লিখবার চাই। কিছু অগ্রীম ..............।
224399
২১ মে ২০১৪ রাত ১০:৪৭
নোমান২৯ লিখেছেন : ভিশু ভাইয়া । আমারও একই অভিযোগ !
২১ মে ২০১৪ রাত ১০:৫৩
171598
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আহারে ভাই এটা কোনো কবিতা নয় জাষ্ট বোন হিসেবে তাকে ফিল করেছি বলেই লিখেছি। At Wits' End
২১ মে ২০১৪ রাত ১১:০০
171599
নোমান২৯ লিখেছেন : আহহারে ভাই । সিরিয়াস হইলেন কেন ? দুষ্টুমি-ই তো করছি ?
২১ মে ২০১৪ রাত ১১:০৩
171601
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin ও আচ্ছা। আপনারাও হৃদয়ে আসন গাড়েন দেখি মাথার চুল ছিড়ে দুই এক লাইন বের হয় কিনা।
২১ মে ২০১৪ রাত ১১:০৯
171606
নোমান২৯ লিখেছেন : কেমনে আসন গাড়তে হবে ভাই ?Good Luck Good Luck
২১ মে ২০১৪ রাত ১১:৩৯
171616
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পরে বলমুনে নোমান ভাই। Love Struck
২১ মে ২০১৪ রাত ১১:৪৬
171622
নোমান২৯ লিখেছেন : মনে থাকে যেন ?
১০
224406
২১ মে ২০১৪ রাত ১১:০১
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো
২১ মে ২০১৪ রাত ১১:০৪
171603
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এরকম এলোমেলো ভাবনা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমি দায়ি না।
১১
224536
২২ মে ২০১৪ সকাল ১০:১৬
ইমরান ভাই লিখেছেন : আপনার কবিতার লেখায় ইডিট করে বোন লিখে দেন এটা বেস্ট হবে।

জানতে ইচ্ছে হচ্ছে:
--------------
আপনার বোন যেমন ইসলামের একজন একনিষ্টা মুসলিমাহ তাহলে তো আপনাকেও এখন একনিষ্ট মুসলিম হতে হবে। এবিশয়ে কোন একশন নিয়েছেন?
২২ মে ২০১৪ সকাল ১১:১৬
171756
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসবকিলিখলেনভাইজানসহজকরেবুঝাইয়াদেনমুইএকটুক্যাচালকমবুঝি।
২২ মে ২০১৪ দুপুর ১২:২৩
171823
ইমরান ভাই লিখেছেন : কবিতাআরকমেন্টসেঅনেকক্যাচালমনেহইলোতাইনীরবথেকেগেলুমতবেভাইকেওতোসুন্দরমুসলিমহতেহবেতাইনা?সেজন্যএকটুুজানতেমনচাইলুম।

Happy
২২ মে ২০১৪ দুপুর ১২:৫৩
171847
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বোন লেখা আর না লেখা একই। তারপরো অনেকে ভুল বুঝতে পারে বলে এডিট করেছি।

আর ও একনিষ্ঠা মুসলিমাহ কিনা সেটা আমি জানি না। তবে আমি একজন খাঁটি মুসলিম। আল্লাহ পাকের হুকুম আহকাম কিছুটা হলেও মান্য করার চেষ্টা করি। Crying Crying
২২ মে ২০১৪ দুপুর ০১:০১
171854
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান। শুনে খুব খুশি হলাম "খাটি মুসলিম" Love Struck
২২ মে ২০১৪ দুপুর ০১:০৯
171859
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ঈমানি দৃঢ়তা আছে বলেই তো বলতে পেরেছি খাঁটি মুসলিম। ছোটখাটো পাপকাজ করলেও অন্তত সৃষ্টিকর্তাকে তো কখনো ভুলি না। তার নাম জপে জপে তো-ই এতটা কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে এসে আপনাকে মত প্রিয় ব্লগারদের সান্নিধ্যে নিজেকে মেলে ধরতে পারছি। জীবনে আর কি চাই Big Hug Big Hug Big Hug
২২ মে ২০১৪ দুপুর ০২:৩৪
171903
ইমরান ভাই লিখেছেন : শুধু মুখে ইমানী দৃঢ়তা আছে বললে কিন্তু হবে না। জানতে হবে কিসে ইমান হারা হয় আর কিসে ইমান তরতাজা হয়।
পাপ কাজের পরে কিন্তু তওবা করে ফিরতে হবে এবং ভবিষ্যতে তা আর করা যাবে না।
আর খাটি মুসলিম হলে আপনাকে ইসলামের হুকুম আহকাম জানতে হবে। জানতে হবে কোনটা শির্ক আর কোনটা বিদআত আর তা থেকে বেচে থাকতে হবে।

এগুলো কিন্তু ভুলে যাবেন না। কেননা শুধু মুখে বললেই নয় মুখে বলার সাথে কাজেও প্রমান করে দেখাতে হবে তবেই খাটি মুসলিম। Rolling Eyes
১২
224553
২২ মে ২০১৪ সকাল ১১:১৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কবিতাডা সেইরম ফাডাফাডি অইছে।
২২ মে ২০১৪ দুপুর ১২:৫৫
171849
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ধন্যবাদ ভাই। আমি একজন অধম বান্দা। কবিতার কখনো ক'ও লিখিনি। এটাকে কবিতা বলে আমাকে কেনো যে লজ্জা দিচ্ছেন জানি না। ওকে ফিল করি তাই মনের ভিতর থেকে কথাগুলো উগরে এসেছে এই আরকি।
১৩
224567
২২ মে ২০১৪ দুপুর ১২:১২
আহমদ মুসা লিখেছেন : সুন্দর কবিতা। মনের গভীর থেকে অনুভুতি প্রকাশ করেছেন। ধন্যবাদ কবি সাহেব এবং উৎসর্গিত আফরাকেসহ।
২২ মে ২০১৪ দুপুর ১২:৫৬
171851
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মুসা ভাই। সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য। আমার হৃদয়ের একটি জায়গা ফাঁকা ছিলো ও এসে সেটা ফিলাপ করে দিয়েছে বলেই এই সামান্য প্রয়াস।
১৪
226314
২৬ মে ২০১৪ সকাল ০৮:৫৬
এম আর রাসেল লিখেছেন : হারিয়ে যায় অনেকে, ফিরে আসে অনেকে

আসবে যাবে কতজন জীবন চলার পথে

অল্পজনেই থাকে মনে হ্রদয়ও মাঝারে

ভুলি ভুলি করেও যেন হয় না তাদের ভোলা

খুঁজে ফিরি তাকে আমি সকাল সন্ধ্যা বেলা।

আপনাদের ভাই - বোনের সম্পর্ক অটুট থাকুক।
২৬ মে ২০১৪ দুপুর ১২:১৪
173323
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : দোয়া করবেন।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:০২
173366
এম আর রাসেল লিখেছেন : ফি আমানিল্লাহ
১৫
231448
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনি এত্তো আসাধারন লিখেন...!!!জানতে পেরে আমি ধন্য....প্রিয়তে নানিয়ে পারলামনা....এত্তো আবেগ....!!!
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
178233
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাদের মত বড় মাপের প্রতিথযশা কবিদের মুখে প্রশংসা শুনে নিজেকে ধন্য মনে করি। আমি কোনো কবিতা লিখতে পারি না বা কখনো চেষ্টাও করি না। এটা জাষ্ট আবেগ থেকে কয়েকটি কথা লিখেছি। কিন্তু এই আবেগ নিয়েও আজ অনেকে প্রশ্ন তুলেছেন। Sad
০৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
178241
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আমি লিখি আমার ভেতরের অবাধ্য আবেগগুলিকে ধরে রাখতে পারিনা বলে...তা কেউ পড়লে ভাল লাগে না পড়লে কিছুই মনে করিনা ভাবি লেখায় হয়তো দৃষ্টি আকর্ষন ক্ষমতা কম ছিলো....কে কি ভাবলো তা নিয়ে ভেবে ভেবে কি আবেগকে চেপে রাখতে পারবেন ? নো নেভার...লিখেন লিখবেন না লিখলে আবেগ শাণিত হবেনা....Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File