একদিন আমি হারিয়ে যাবো Sad Broken Heart

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ১৭ মে, ২০১৪, ০৭:১৭:০৪ সন্ধ্যা



একদিন আমি হারিয়ে যাবো

কী ছিলাম আমি বুঝবে!

ছবির দিকে চেয়ে চেয়ে একা একা কাঁদবে…

নিঝুম রাতে ঘুম ভেঙ্গে

পড়বে মনে পড়বে!

আমার কথা ভেবে তখন একা একা কাঁদবে…

একদিন আমি হারিয়ে যাবো

শূন্যতাবোধ করবে!

স্মৃতির দিকে তাকিয়ে শুধু, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…

কলেজ শেষে গেইটে দাঁড়িয়ে

অপেক্ষা মোর করবে!

সবার শেষেও না পেয়ে মোরে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…

হারিয়ে যাবো যখন আমি

মূল্য তখন বুঝবে!

হন্য হয়ে চারিদিকে আমায় তখন খুঁজবে…

গ্রন্থাগারে বসে বসে

পড়বে বই পড়বে!

শেষ বিকেলেও না পেয়ে মোরে, টেবিলে টেবিলে খুঁজবে…

হারিয়ে যাবো যখন আমি

খোঁজার প্রয়োজন পড়বে!

কোথাও খুঁজে না পেয়ে তুমি, জীবন ধ্বংস করবে…

## আমার মনের কথাগুলো লিখেছেন কবি মিসবাহ মনজুর। স্পেশালী থ্যাংকস টু হিম

বিষয়: বিবিধ

৪১৮৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222752
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
আফরা লিখেছেন : না ভাইয়া আপনি হারাবেন না ,আপনি ব্লগে কত কমেন্ট করেন তাহলে এগুলো কে করবে ।প্লীজ ভাইয়া আপনি হারাবেন না ।
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
170064
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমায় যখন চাইবে না কেউ তখন থেকে কি লাভ। তারচেয়ে হারিয়ে যাওয়াই ভালো, অন্ধকার, চারিদিকে অন্ধকার আবদ্ধ ঘরে। হয়তোবা সেখানে থাকবে পোকামাকড়ের সাথে বসবাস তবুও ভালো । Sad Sad Crying Crying
222753
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
170062
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যাওয়ার আগে বলবেন কোথায় গেলে আপনে খোজে পাওয়া যাবে
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
170066
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Hug Big Hug Big Hug ধন্যবাদ
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
170076
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : যেখানে হারাবো সেখানে একবার গেলে আর কেউ ফিরে আসেনা প্রবাসী ভাই। তাই খুঁজে লাভ নাই। Crying Crying
222754
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৭
বিন হারুন লিখেছেন : এভাবে লিখলে আমি কিন্তু কেঁদে দেব Crying
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
170068
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : না ভাই কাঁদে না। আমার লক্ষ্মী সোনা। এই নাও ফিডার খাও হাহাহাহাহা
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
170094
বিন হারুন লিখেছেন :
222756
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শিকারিমন লিখেছেন : ক্যান রে ভাই এত কস্ট কেন ??
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
170072
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কষ্টের সাথে নিত্য বসবাস তাই কষ্টকে এখন সুখ সুখ লাগে। হয়তোবা কষ্টটাই কারো কাছে সুখের ঠিকানা। Big Hug Big Hug
222764
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : আহারে কষ্টে বুকডা হাডি যাতিচে Sad Sad Worried Worried
১৭ মে ২০১৪ রাত ০৮:০০
170096
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এত কষ্ট কেনো .......... Broken Heart Broken Heart
222770
১৭ মে ২০১৪ রাত ০৮:১১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শিশির ভেজা ভোর লিখেছেন : আহারে কষ্টে বুকডা হাডি যাতিচে
১৭ মে ২০১৪ রাত ০৮:২০
170108
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দেখেন হারিয়ে যাবো অজানায়। Sad Sad
222821
১৭ মে ২০১৪ রাত ১০:৩৫
হতভাগা লিখেছেন : 'কোথাও খুঁজে না পেয়ে তুমি, জীবন ধ্বংস করবে… ''

০ কেন ভাই , আপনি তো উনার মাঝেই হারিয়ে যাবেন , নামই তো বলে দেয় ।
১৭ মে ২০১৪ রাত ১১:১৫
170149
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হারিয়ে যেতে চেয়েচিলাম কিন্তু পারলাম কৈ ভাই। সেতো চলেই যায় Sad Sad
১৮ মে ২০১৪ দুপুর ০২:০০
170311
হতভাগা লিখেছেন : হাঁটু গেঁড়ে , দুহাত ছড়িয়ে ডাকছেন যাকে সে পিছনে ফিরেও তাকাচ্ছে না । এতটা আত্মমর্যাদাহীন হলে চলে ভাইজান !

নিজে নিজেকে সন্মান করতে শিখুন ( মানে ওয়েট/ওজন বাড়ান) , না হলে অন্যরা আপনাকে সন্মান করবে না ।
223060
১৮ মে ২০১৪ বিকাল ০৪:৫৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : কবি মিসবাহ মনজুর এবং আপনাকে ধন্যবাদ।
২২ মে ২০১৪ দুপুর ০৩:৩৭
171937
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File