গরুর রচনা >> হাস্তে হাস্তে লুঙ্গি খুইজ্জা পাইতেয়াছি না Rolling on the Floor Rolling on the Floor

লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২১ এপ্রিল, ২০১৪, ০৭:৩৩:১৭ সন্ধ্যা

গরু একটি উপকারি প্রাণী। গরুর ৪টি পা থাকায় কোনো হাত নেই। গরুর ২টি চোখ ১টি নাক ২টি কান কিছু দাত, একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে। গরুর মাথা থেকে সব গরুর গোসত। পাছার গোসত একটু দামী, রানের মাংস বেশী দামী ও বুকের মাংস কম দামী হয়। গরু সাধারণ ৩ প্রকার। বিভিন্ন গরু বেশী গরম হয় বলে নাকে লাগাম লাগাতে হয়, বলদ গরু শান্ত হয় আর গাই গরু সাধারণত মেয়ে গরু হয়। গরুর গোবর এবং পেশাব জমিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমাতেও সাহাইয্য করে। কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়। গরুর রিন আমরা কখনও শোধ করতে পারবো না। আল্লাহ সব গরুকে বেহেশত নসিব করুক।



ফেবু থেকে কালেকটেড

বিষয়: বিবিধ

২৫৪২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211345
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
নানা ভাই লিখেছেন : বিনুদুন পাইলাম। :D/ ভালো লাগলো
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
159767
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : বিনুদুন পাওয়ার জন্যই শেয়ার দিলাম।
211354
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
ফেরারী মন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor হালায় দেখি পুরাই ডিজিটাল Big Grin Big Grin
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
159785
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হাহাহাহাহা Big Grin Big Grin Big Grin
211360
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:০২
প্রবাসী আশরাফ লিখেছেন : গরু লোকসংখ্যা কমাতেও সাহাইয্য করে। কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়।.... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৫
159786
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor সইত্য বলেছে বৈকি
211375
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
আহ জীবন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Bee Thumbs Up
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
159788
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Hug Big Hug Big Hug
211384
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪২
আবু সাইফ লিখেছেন : রেক রকম গরু আছে-
গরমও হয়না, হালও বয়না,
দুঝও দেয়না, গোস্তও খাওয়া যায়না

উহাদের "স্বপ্ন-বলদ" বা "চেতনাবলদ" বলে
২১ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৪
159792
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তাই নাকি? ভালো ধন্যবাদ Big Grin Big Grin Big Grin
211473
২২ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
আফরা লিখেছেন : পোষ্ট পড়ে অনেক মজা পেয়েছি আপনাকে ধন্যবাদ ।
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
160016
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আফরা আপা
211475
২২ এপ্রিল ২০১৪ রাত ১২:২৫
ভিশু লিখেছেন : Happy তাও আবার ১০-এ ৩ পেয়েছে!
Rolling on the Floor Rolling on the Floor
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৭
160017
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ০০ যে দেয় নাই তাই ধন্য Big Grin
211523
২২ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৯
মাটিরলাঠি লিখেছেন : রচনাটা এখানেও আছে

একটা জিনিশ বুঝতেছিনা ১০ এ ৩ পাইছে, কিন্তু নাম্বারটা ইংরেজীতে কেন?

২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
160018
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমারও কথা সেটাই।
211633
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫০
টালের পাখা লিখেছেন : যে হালায় ৩ নম্বর দিছে আমার মনে হয় হেয়ও.........
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
160019
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Big Grin
১০
211662
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
ইমরান ভাই লিখেছেন : গরু লোকসংখ্যা কমাতেও সাহাইয্য করে। কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়।..

তাহলে ইন্ডিয়ান হিন্দু দের খাওয়ানো উচিত Big Grin Big Grin Big Grin
২২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৯
160020
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Big Grin Big Grin Big Grin
১১
211821
২২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাকে দশে দশ দেয়া উচিত ছিল। বুঝা যাচ্ছে যে যে লিখসে সে মুখস্ত লিখে নাই। নিজের বুঝ মত লিখেছে। মুখস্তদ বিদ্যার ভিড়ে এই ব্যতিক্রম কে কম নম্বর দিয়ে শিক্ষক নিজের অশিক্ষাকেই প্রমান করেছেন।
২২ মে ২০১৪ দুপুর ০১:১৮
171870
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সত্যি বলেছেন। দশে বিশ দেয়া লাগতো। হাহাহাহাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File