গরুর রচনা >> হাস্তে হাস্তে লুঙ্গি খুইজ্জা পাইতেয়াছি না
লিখেছেন লিখেছেন হারিয়ে যাবো তোমার মাঝে ২১ এপ্রিল, ২০১৪, ০৭:৩৩:১৭ সন্ধ্যা
গরু একটি উপকারি প্রাণী। গরুর ৪টি পা থাকায় কোনো হাত নেই। গরুর ২টি চোখ ১টি নাক ২টি কান কিছু দাত, একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে। গরুর মাথা থেকে সব গরুর গোসত। পাছার গোসত একটু দামী, রানের মাংস বেশী দামী ও বুকের মাংস কম দামী হয়। গরু সাধারণ ৩ প্রকার। বিভিন্ন গরু বেশী গরম হয় বলে নাকে লাগাম লাগাতে হয়, বলদ গরু শান্ত হয় আর গাই গরু সাধারণত মেয়ে গরু হয়। গরুর গোবর এবং পেশাব জমিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমাতেও সাহাইয্য করে। কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায়। গরুর রিন আমরা কখনও শোধ করতে পারবো না। আল্লাহ সব গরুকে বেহেশত নসিব করুক।
ফেবু থেকে কালেকটেড
বিষয়: বিবিধ
২৫৪২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গরমও হয়না, হালও বয়না,
দুঝও দেয়না, গোস্তও খাওয়া যায়না
উহাদের "স্বপ্ন-বলদ" বা "চেতনাবলদ" বলে
একটা জিনিশ বুঝতেছিনা ১০ এ ৩ পাইছে, কিন্তু নাম্বারটা ইংরেজীতে কেন?
তাহলে ইন্ডিয়ান হিন্দু দের খাওয়ানো উচিত
মন্তব্য করতে লগইন করুন