শবে বরাত

লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ১২ জুন, ২০১৪, ০৬:৩৬:২২ সকাল

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা শবে বরাতে নফল আমল করার বিরোধী আমি নই। তবে উৎসব, আতশবাজি, হালুয়া রুটি খাওয়া, এর কোনটার সাথে ইসলামের দূরতম সম্পর্কও নেই। শবে বরাত সংক্রান্ত প্রায় সবকটা হাদিস হয়তবা দুর্বল, নয়তবা বানোয়াট। কুরাআনের সুরা দুখানের প্রথম দিকের একটি আয়াতকে দলীল হিসেবে উপস্থাপন করা হয়। তবে অধিকাংশ ইসলামিক স্কলারের মতেও তাও ঠিক নয়।

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234057
১২ জুন ২০১৪ সকাল ০৭:৪০
নূর আল আমিন লিখেছেন : রুটি খাওয়া ঠিক নয় তবে এটা একটা উৎসবের জন্য খাওয়া হয় যেন একের প্রতি অন্যের ভ্রাতৃত্ববোধ দৃর হয়
234081
১২ জুন ২০১৪ সকাল ০৯:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : একটি বিষয় আমরা প্রায় সকলেই ভুল করছি।
কয়েকটি যয়ীফ বা মোটামুটি গ্রহণযোগ্য হাদীস যা আছে সব কয়টিতে বলা হয়েছে “লাইলাতুল নিসফে মিন শাবান”। কোনো হাদীসগ্রন্থে কোনো যয়ীফ, জাল বা বানোয়াট হাদীসও নেই ‘ভাগ্য রজনী’ বা ‘লাইলাতুল বরাত’ নামে।
234587
১৩ জুন ২০১৪ রাত ০৯:২৬
তারেক_১৩৭ লিখেছেন : শবে বরাতের দিনে রোযা রাখা - হাদীসের সনদ বিশ্লেষণ এবং মুহাদ্দিসীনে কেরামের মতামত

http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/9146/Tarek_ctg/47241

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File