ব্রিটেনে আজ ভোট দিলাম, বাংলাদেশের সাথে অনেক অমিল
লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ২৩ মে, ২০১৪, ০৫:২১:৫৭ সকাল
সামনে ইলেকশন তাই কয়েক সপ্তাহ আগে বাসায় ভোটার আইডি কার্ড এসেছে। কিন্তু আমার টাউনে কোন প্রচার দেখি নি।আজ সে কাউন্সিল নির্বাচন চলছে। সকাল ৮টায় শুরু হয়ে চলছে রাত ১০টা পর্যন্ত। আমি রাত ৮টায় ভোট দিয়েছি। কেন্দ্রে কোন সিকিউরিটি ব্যাবস্থা চোখে পরেনি। সবমিলে দুজন মহিলা পোলিং অফিসার ব্যালোট ও ভোটার লিস্ট নিয়ে বসে আছে। ভোট দিয়ে একটা কাগজের বক্সে ব্যালোট রাখলাম। কোন পোস্টার, পোলিং এজেন্ট, ক্যান্ডিডেট, কাউকে দেখলাম না।
কথায় কথায় আমাদের দেশের শাসকগণ ওয়েস্টমিনিস্ট্রিয়াল পদ্ধতির গন্তন্ত্রের কথা বলেন। কিন্তু গত ইলেকশনে যা ঘটেছে তাতে ‘ওয়েস্টমিনিস্ট্রিয়াল’ শব্দটির অপব্যাবহার করা হয়েছে।
বিষয়: বিবিধ
১০২২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কোন দিনও বৃটেনে যাই নাই । ভোটের সময় গিয়ে ভোট দিয়ে আসলে কোন সমস্যা হবে না তো ?
বৃটেনের নাগরিক না হয়েও ভোটের সময় যদি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ লোক এসে ভোট দিয়ে যায় তাহলে মনে হয় কোন সমস্যা হবে না !
আরেকটু বিস্তারিত লিখলে ভাল হতো।
কমনওয়েলথ রাষ্ট্রের নাগরিক হিসেবে কেউ ইউকে তে বসবাস করলে ভোটার আইডি কার্ড পায় ও ভোট দিতে পারে।
মন্তব্য করতে লগইন করুন