হায়রে কপাল!!
লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ০১ মে, ২০১৪, ১০:২৮:৫৮ রাত
''যদি ফোরাতের তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহর কাছে আমি উমরকে জবাব দিতে হবে''।
এ হলো ইসলামের ইতিহাসের ২য় খলীফার দায়িত্ববোধ।
কুকুর নয়, এখন বাংলাদেশে সাগরে, নদীতে, খালে, বিলে, নালায় সর্বত্র আশ্রাফুল মাখলূকাতের লাশ।
মানুষের এখন চাওয়া হল, তাদের প্রিয়জনের লাশটি যেন তাঁরা ফেরত পায় এবং দাফন করতে পারে!
বাংলার শাসকগনের কথাঃ
কারও বেডরুম পাহারা দেয়ার দায়িত্ব সরকারের নয়।
হায়রে কপাল!!
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন