হায়রে কালচার!

লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:৫৯:৪৭ সন্ধ্যা



বিয়েতে গিয়ে তো একেবারেই শকড হলাম। দামান্দ (বর) সহ সবাই ধুতি সদৃশ একটি পোশাক পড়ে বিয়েতে মহড়া দিচ্ছে।

একজনে বললো এটি নাকি আধুনিকতার ছাপ। আরেকজনে মন্তব্য করলো ইন্ডিয়ান মিডিয়ার কুপ্রভাব।

আমি জানালাম এটা আসলে আমাদের ঈমানের দৈন্য দশার প্রমাণ।

মনে রাখতে হবে বিয়ে ইসলামি কালচার। আললাহর নেয়ামত। পরিবারের সুচনা।আসুন ইসলামকে জানার ও মানার চেষ্টা করি।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207860
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি জানালাম এটা আসলে আমাদের ঈমানের দৈন্য দশার প্রমাণ।
Worried
ভাই দেশের কালচার দেখে কষ্ট হচ্ছে
207863
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:১০
এহসান সাবরী লিখেছেন : পিলাচ
207866
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আমাদের আত্মসম্ভ্রমবোধহিনতাই এর জন্য দায়ি।
207871
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
মাটিরলাঠি লিখেছেন : ভাই কি বলবো, আকদ আর কবুল বলাটা ছাড়া বিয়ের মধ্যেতো এখন আর ইসলাম দেখা যায় না।
207889
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৭
প্রবাসী আশরাফ লিখেছেন : সচেতন মূলক পোষ্ট এই জন্য ধন্যবাদ তবে পোষ্টে যদি ইসলামিক বিয়ের নিয়ম-কানুনও তুলে আনতেন তবে ভাল হতো।
207998
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৩:২২
মাহমুদ বিন সাঈদ লিখেছেন : ইসলামিক বিয়ের নিয়ম-কানুন এর বিষয়ে দেখুন
http://www.somewhereinblog.net/blog/abu_uzair/29806308

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File