ওরা না থাকলে ইসলাম বেগবান হবে কি?

লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ১২ এপ্রিল, ২০১৪, ১২:১১:২৫ রাত

জল্লাদ পাঠানো হলো বেবী মূসার খোঁজে। মুসা তখন মোজেজ বক্সে নীল নদে। ঢেউয়ের তালে তালে মোজেজ বক্স ফেরাউনের প্রাসাদের ঘাটে থামে। যেখানে বাঘের ভয়, সেখানে রাত পোহায়! মুসা বড় হল ঐ প্রাসাদেই। ফেরাউন যত বড়, নবীর পাওয়ার তাঁর চেয়েও বিশাল। মূসা (আঃ) আজও আছেন সত্যের, ন্যায়ের ঝান্ডা হিসেবে- পৃথিবীর সকল আসমানী কিতাবে। আর ফেরাউনের লাশটি আল্লাহ্‌র মাটি গ্রহণ করেনি। তার মমী ভিজিট করে অসত্যের পরাজয়ের কথা মানুষ শিখে।

আমার আল-আজহার ইউনিভারসিটি টিচার বন্ধু ডঃ বেলতাগীর মতে, ফারাউনের মত শত বেনামি ফেরাউন আছে দেশে দেশে। আর মূসার অনুসারীও আছে অজস্র প্রতিটি প্রান্তরে। ওরা না থাকলে মূসারা কী বা করবে?

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206241
১২ এপ্রিল ২০১৪ রাত ১২:২৫
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
206375
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
শফিউর রহমান লিখেছেন : ওরা না থাকলে মূসারা কী বা করবে?
জ্বি, কথা একেবারে ঠিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File