মসজিদে জুমুয়ার খুতবাহ

লিখেছেন লিখেছেন মাহমুদ বিন সাঈদ ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:০৭:৩০ সকাল

খুতবার যাবতীয় শর্ত মেনে নিয়ে বাংলাদেশের মসজিদ সমূহে বাংলায় খুতবা দেয়া উচিৎ। অনেক মুসল্লি বয়ান মিস করলেও খুতবার সময় হাজির হন। অথচ ৯৯% মানুষ ঐ খুতবা বুঝেন না এবং তা থেকে কিছুই শেখেন না। অথচ খুতবা বুঝার সুবিধার্জথে ৪ রাকাতের জায়গায় নামাজ করা হয়েছে ২ রাকাত।

মনে রাখতে হবে জুমু'য়ার দিনে নামাজ আর খুতবা দুটোই সমান মর্যাদার।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202630
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৮
সালাম আজাদী লিখেছেন : ড: সুলায়মানের মত বক্তব্য দেখি
203608
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০০
মাহমুদ বিন সাঈদ লিখেছেন : ধন্যবাদ
206356
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আপনার বক্তব্য পড়লাম কিন্তু একমত হতে পারলাম না। জুম্মার নামাজ ৪ রাকাতের বদলে ২ রাকাত করা হয়েছে খুতবার জন্য। এ তথ্য যখন আপনার জানা আছে, তখন এটা কী জানা নেই যে, শুক্রবার দিন অন্য কোনো কাজ রাখার ব্যাপারে নিষেধ করা হয়েছে। বরং শুক্রবার দিন অবাঞ্ছিত সব কিছু পরিষ্কার করে আজানের আগেই আগেই মসজিদে যাবার জন্য বলা হয়েছে।
আপনি কী তাঁদের হয়ে অনুরোধ করছেন যাঁরা খুতবা শুরু হবার আগ মুহুর্তে মসজিদে এসে অন্যদেরকে ডিঙ্গিয়ে সামনের কাতারে যাবার জন্য ব্যস্ত হয়ে যায়? অথচ রাসুল (সঃ) বলেছেন, এভাবে পরে এসে যারা অন্যদেরকে ডিঙ্গিয়ে সামনে যায় তারা তো জাহান্নামের দিকে এগোয়।
সবশেষে বলব, খুতবা যেভাবে চালু আছে, তা-ই থাকা উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File