স্বরচিত কবিতা

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজ ও নষ্ট জীব ৩১ মার্চ, ২০১৪, ১১:১৯:৫৪ সকাল

Good Luck” তুমি” Good Luck

হে কথা বলনা, বৃষ্টি পড়ছে যে

শুনতে পারতেছ না, টুপটাপ আওয়াজ

এসো না, পাশে একটু বসো না

একটু মন খুলে কথা বলনা আজ।

অনেক দিন পর তোমার সাথে দেখা

তুমি কি বুঝনা আমার মনের অবস্থা

তুমি কি আজ ও আমাকে বুঝ না

আমার ওপর নেই কি তমার আস্থা।

আসো না আমার পাশে একটু বসো না

তোমাকে ছাড়া আমার একটু ও চলে না ।

সারাক্ষন শুধু তোমার কথা ভাবি।

তোমার কি মনে পড়ে না, আমার কথা বলনা।

এই শুনো তুমি যখন রাগ কর

তোমাকে আমার খুব ভাল লাগে।

তোমাকে নিয়ে ভাবি আমি দিনভর

বলত, তোমাকে এত কেন আমার ভাল লাগে।

বলনা মানুষ যখন প্রেমে পড়ে

তাকে কি তখন খুব বোকা মনে হয়।

বলনা , আমি তো তোমার প্রেমে পড়েছি

এখন কি আমাকে বোকা মনে হয়।

আমি কিন্তু সত্যি চলে যাচ্ছি ,

তুমি কথা বলতেছ না কেন ,

বলনা এই হাত জোড় করে বলছি

একটু কথা বল, আমি শুনি পেতে কান।

এই শুন , তোমার হাসি টা না খুব সুন্দর ।

তুমি যখন আমার পাশে থাক না

অন্তর দ্বারা দেখি , হাসি তোমার

প্লিজ তুমি একটু কথা বল না।

Star Star Star Star Star Star Star

বিষয়: বিবিধ

১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File