হিজাব - ৫: হিজাব এন্ড ফ্রিডম
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০১:১৭ সকাল
একবার আমাকে কেউ জিজ্ঞেস করেছিল, “তোমাদের ইসলাম তো মেয়েদের কোন স্বাধীনতা দেয়না। নিজের চুল টাও কাউকে দেখাতে পারবে না, এটা কেমন কথা?” কথাটা আমাকে ভাবায়। আমি জানি ইসলাম পারফেক্ট এবং আল্লাহর স্ট্যান্ডার্ড পারফেক্ট। কিন্তু এরকম প্রশ্ন হ্যান্ডেল করার মতন Wisdom তখনো হয়নি। তাই হিজাব নিয়ে পড়তে শুরু করলাম। আবিষ্কার করলাম যে, Unfortunately আমার মতই মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেও ৮০% মেয়েদের কোন ধারণাই নেই যে আমরা হিজাব কেন করি! ইনফ্যাক্ট সারাজীবন হিজাব করে আসছে এমন কাউকে জিজ্ঞেস করলেও অনীহা নিয়ে বলবেন, “করতে হয় তাই করি” বা, “আম্মু-আব্বু শিখিয়েছেন হিজাব করতে তাই করি”, বেশি থেকে বেশি এ পর্যন্তই শুনেছি, “এইতো কুরআনে আছে তাই করি”। কিন্তু, কেন কুরআনে বলা হয়েছে হিজাব করতে ?? – এটা জিজ্ঞেস করলে সবাই থতমত খেয়ে যায়। আসলেই কি আল্লাহ তা’আলা আমাকে আমার চুল ডেকে রাখতে বলে আমার “স্বাধীন” হবায় বাঁধা দিচ্ছেন? শুধু চুল ডেকে রাখাটাই কি আসলে হিজাব?
First of all, হিজাব আমরা শুধু চুল গুলি ঢেকে রাখার জন্যে পরিনা। Hijab is so much more than just covering your hair. Hijab is how you walk, talk and behave. হিজাব একটা ফুল প্যাকেজ – একজন মুসলিমাহ্র লাইফে সাকসেসফুল হবার গাইডলাইন। হিজাব পড়ে খারাপ কথা বললে, ছেলেদের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়লে, মাথায় হিজাব আর সর্বাঙ্গে টাইট জামা পরে বডির শেইপ দেখালে সেটা হিজাব হলো না।
যেভাবে আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা, পরনিন্দা করতে মানা করে আমাদের মুখকে বিশৃংখলা সৃষ্টি করা থেকে Protect করতে বলেছেন, ঠিক সেভাবেই আল্লাহ আমাদের সৌন্দর্য্যকে হ্যান্ডেল করার ব্যপারেও গাইডলাইন দিয়েছেন। এখন কেউ যদি বলে, “তোমাদের ইসলাম তোমাদের কোন স্বাধীনতা দেয় না! নিজের মুখ বলে কথা, যেটা ইচ্ছে সেটা বলতেও পারবে না সেই মুখ দিয়ে, এটা কেমন কথা?” You see the point?
হিজাব কারো স্বাধীনতা কেড়ে নিচ্ছে না, বরং হিজাব আরো অনেক খারাপ কাজ থেকে আমাদেরকে স্বাধীন করছে আলহামদুলিল্লাহ্। হিজাব আমাকে ফ্রি করেছে অনেক অত্যাচার থেকে! প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি পরবো, কিভাবে সাজলে কে তাকাবে – এসব থেকে মুক্তি। অন্যদের খুশি রাখা থেকে মুক্তি, নানা রকম অশালীনতা এবং নির্লজ্জতা থেকে মুক্তি এবং স্বাধীন আলহামদুলিল্লাহ্!
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রিয় বোন অসাধারণ লিখেছেন, জাজাকাল্লাহ খায়ের। আল্লাহ সকল মুসলিম নারীকে হিজাব পরার তৌফিক দান করুক, আমিন।
মন্তব্য করতে লগইন করুন