ব্লগের মডারেটর কোথায় কেউ কি জানেন?

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ০৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১২:১৪ রাত

আমার মনে হচ্ছে এই ব্লগের মডারেটর মিসিং! কারণ নির্বাচিত সেকশানে কোন নতুন লিখা সিলেক্ট করে দেওয়া হচ্ছে না প্রায় এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে।

ব্লগের অনেক চিন্তাশীল লেখক-লেখিকা গণ-ও মিসিং, যাদের লিখা আমি অনেক আনন্দ নিয়ে পড়তাম। আমাকে তারা অনেক কিছু শিখিয়েছেন ইসলাম, জীবন এবং মানুষ সম্পর্কে। তাদের কেউ যদি এই লিখাটা পড়ছেন, তাহলে অনুরোধ রইলো ফেরত আসার। This ummah needs writers like you!!

আর মডারেটর আপনি যদি এটা পড়ে থাকেন, তাহলে আপনাকেও ফিরে আসার অনুরোধ রইলো। এরকম একটা লিখার প্লাটফর্ম কেউ মেইনটেইন না করলে সেটা ঠিক হবে না।

জাঝাকাল্লাহু খইর!

বিষয়: বিবিধ

৮২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384765
০৭ ফেব্রুয়ারি ২০১৮ রাত ১১:৩৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম। হুম! কেউ নেই। না ব্লগার আর না মডারেটর। আমি যতটুকু জানি ব্লগাররা ফেসবুকে একজন অন্যজনের সাথে এড আছেন তারা সেখানে লেখালেখি করেন।
কিন্তু নিজেকে গোপন করে রাখা আর ফেসবুক activities নেই তেমন তাই আমার সাথে কারো যোগাযোগ নেই। আসলেই এমন একটা প্লাটফর্ম বন্ধ হয়ে গেলে ভাল হবেনা।
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৩২
317345
মনসুর আহামেদ লিখেছেন : ঘুম ভাঙাতে চাই আপু ,আপনি নিজেও আসেন না ব্লগে। একজন বড় মাপের লেখিকা হয়েও জ্ঞানের আলো ছড়ানো বন্ধ।
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৫১
317346
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ওয়াআলাইকুমআসসালাম ওয়ারহমাতুল্লাহ। জ্বী আপু তোমাকে, আমাকে, আমরা যারা আছি- আমাদের কেই চেষ্টা করে যেতে হবে ব্লগের সেই পুরানো সোনার দিন গুলি ফেরত আনার জন্যে ইনশা'আল্লাহ! নাহলে চিন্তা করে দেখুন আপু যদি ইসলাম বিদ্বেষী লিখা দিয়ে ব্লগ ভরে যায়, আমরা আল্লাহ সুবহানুতা'আলার কাছে কি জবাব দিব? হোক না ছোট একটা প্লাটফর্ম, আমাদের চেষ্টা করতে দোষ নেই বলেই আমি মনে করি Happy জাঝাকাল্লাহু খইর আপু
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৫২
317347
শারিন সফি অদ্রিতা লিখেছেন : মজার ব্যাপার হচ্ছে আমি এতদিন ধরে ভেবে আসছি যে "ঘুম ভাঙ্গাতে চাই" একজন ভাইয়া। আজকে মনসুর আহমেদের কমেন্ট পড়ে বুঝলাম তিনি একজন আপু Rolling on the Floor
384767
০৮ ফেব্রুয়ারি ২০১৮ রাত ১২:৫৯
কুয়েত থেকে লিখেছেন : প্রথমে যে আবেগ এবং উদ্ধেগ ছিল তা এখন আর নেই ব্লগারদের মাঝেও ছিল অনেক ভালোবাসা লেখার প্রতিযোগীতা এখন কিছুই নেই এর জন্য দায়ীকে? আমরা চাই আবার সচল হউক। মডারেটরকেই দায়িত্ববান হতে হবে। লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৫৩
317348
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আমরাও চাই আবার ব্লগ টা সচল হোক ইনশাআল্লাহ্‌। আমাদের কেই এগিয়ে আসতে হবে। চেষ্টা করলে আল্লাহ তা'আলা ফল মিলিয়ে দেন। অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্যে Good Luck
384771
০৮ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ১০:০৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগটা আসলে ঝিমিয়ে পড়েছে ব্লগারের অভাবে। আমি নিজেও অনিয়মিত। ফেসবুকের জনপ্রিয়তার কারণে সম্ভবত ব্লগের এই হাল। সবাইকে আবার ফিরে আসার অনুরোধ রইলো। জাযাকাল্লাহ।
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৫৪
317349
শারিন সফি অদ্রিতা লিখেছেন : ঠিক বলেছেন। ফেসবুক ফেসবুকের জায়গায় এবং ব্লগ ব্লগের জায়গায়, তাও একটা আরেকটার উপর প্রাধান্য পেয়ে যায় মাঝে মাঝে । অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্যে। আশা করি ব্লগে আসবেন এবং লিখবেন Good Luck
384789
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৩৬
মনসুর আহামেদ লিখেছেন : আপু, আপনি নিজও ব্লগে আসেন না। আমেরিকায় থাকেন, ওখানের জীবনধারা নিয়ে সিরিজ লিখেন। ইসলামের বাউন্ডারী মধ্যৈ প্রকাশ করেন। ধন্যবাদ
১১ ফেব্রুয়ারি ২০১৮ সন্ধ্যা ০৬:৫৬
317350
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া ঠিক বলেছেন! আমি নিজেও নিয়মিত না কারণ আমি ভাবতাম আমি না আসলেও অনেক চিন্তাশীল লেখক-লেখিকা আছেন নিয়মিত। এখন তো দেখি কেউ নেই তেমন। তাই আমি আসবো এখন থেকে যতটুকু পারি। দুয়া করবেন আল্লাহ যেন আমার সময়ে বারাকাহ্‌ দেন এবং আমি যেন নিয়মিত থাকতে পারি আমার আমল নিয়ে! আমিন। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File