খেলনা গিলতে চাই!!!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২২ আগস্ট, ২০১৬, ০৮:২৯:২৯ সকাল
যারা ছোট বাচ্চাদের মা, তারা একেকজন একেক টা বীরশ্রেষ্ঠর থেকে কম কিছু না মাশাআল্লাহ্! পদে পদে বাচ্চাকে আগলে রাখছে, একটু চোখের আড়াল হলেই হয়েছে! এই ড্রয়ার খুলে ফেলে দিল, এই আলমারির মাথায় উঠে মেঝেতে লাফ দিলো, এই আস্ত খেলনা টা গিলে ফেললো! সেদিন বান্ধুবীর বাসায় গিয়েছি হায়রে ওর ২ বছরের ভাগ্নের লাফালাফি দেখে কে!! তার প্রিয় খেলনা গাড়ি টা তার এতই প্রিয় হয়েছে যে তাকে এখন সেটা খেতে হবে। মানে সে এই গাড়ি গিলেই ছাড়বে। অপ্ করে মুখে ঢুকিয়ে দিচ্ছে দেখে দৌড়ে তার মা গিয়ে একটানে মুখ থেকে গাড়ি টা বের করে পিছনে লুকিয়ে ফেললো! ওম্মাহ্ !!! পিচ্চির রাগ দেখে কে! নিমেষেই চোখের পানি, নাকের পানিতে একাকার হয়ে, হাত পা ছেড়ে বসে তার-স্বরে সে কি কান্না!!!! মায়ের উপর সে কি ভীষণ অভিমান! মা আদর করে কোলে নিয়ে কান্না থামাতে যাবে কি, হাত ঝেড়ে মাকে সরিয়ে দিচ্ছে! ... এত বড় সাহস!!! আমাকে আমার খেলনা টা খেতে দিলো না!! কি-ই বা এমন হত খেলনা টা খেতে দিলে!! ... তবুও মা পরম আদরে বাচ্চার কান্না থামাতে, রাগ ভাঙ্গাতে নানান ভঙ্গিমা করে যাচ্ছে! কিন্তু বাচ্চার দৃষ্টি সেই গাড়ির দিকে, সেটাই তার চাই! সেটা খেলে কত মজা হতো কিন্তু মা কেন যে এমন করছে আহারে বাবা টা বুঝতেই পারছে না!!
সুবহানআল্লাহ্! পুরা সিনারিও টা দেখে মনে মনে হাসছি আর ভাবছি, আমরা প্রতিদিন আল্লাহ্র কাছে এভাবেই খেলনা গিলতে চাই। ... আল্লাহ্! প্লিজ আমার অমুকের সাথে বিয়েটা যেন হয়ে যায়, আল্লাহ্ তমুক কোম্পানির জবটা যেন আমার হয়ে যায়! ... আল্লাহ্ ঐ ইউনিভার্সিটীতে আমার চান্স টা যেন হয়ে যায়!! ...
আর যখন আল্লাহ্ আমরা যা চাই সেটা আমাদের সেটা দেন না, আমাদের Adult version এর অভিমান আর কান্না-কাটি শুরু হয়ে যায়! কেন আল্লাহ্ আমাকে যা চাই সেটা দিলো না!!!কেন !! কেন !! কিন্তু সুবহানআল্লাহ্ মা যেমন জানেন যে, বাচ্চাকে খেলনাটা দেওয়ার সাথে বাচ্চাটা এটা গিলে ফেললে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, ঠিক তেমনি আল্লাহ্ সুবহানুতা’আলাও জানেন আমরা যেটা চাচ্ছি সেটার মধ্যে আমাদের কল্যাণ নেই! হয়তো ঐ মানুষটার সাথে বিয়ে হলে সংসার টিকবে না, হয়তো ঐ কোম্পানিতে জব করলে হারাম ভাবে উপার্জনের সাথে জড়াতে হবে, হয়তো ঐ ইউনিভার্সিটির থেকেও আরো অনেক ভালো কোন ইউনিভার্সিটি আল্লাহ্ বান্দার জন্যে ঠিক করে রেখেছেন! কিন্তু আমরা যেন ঐ বাচ্চার মতই অবুঝ! না !!! আমার সেই জিনিসটাই চাই!! আমরা যেন আল্লাহ্র চেয়েও ভালো বুঝি (আস্তাগফিরুল্লাহ্), আল্লাহ্ কেন আমাকে ঐটা দিলো না! কেন এক্ষুণি এই মুহুর্তে আল্লাহ্ আমাকে এটা দিচ্ছেন না! আমরাও অভিমান করি আল্লাহ্র সাথে, নামাজ পড়া বন্ধ করে দেই, দুয়া করা বন্ধ করে দেই।
অনেক বছর পরে গিয়ে বড় হয়ে বাচ্চাটা যেমন বুঝবে যে, তার মা তার এত কান্না-কাটি স্বত্তেও তাকে তার খেলনা টা খেতে দেয়নি কারণ তার মা তাকে প্রচন্ড ভালোবাসে। তাকে জানে বাঁচানোর জন্যেই তার কাছ থেকে তার প্রিয় জিনিস কে দূরে রেখেছিল। তেমনি আমরাও একদিন বুঝবো যে আল্লাহ্ আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, তিনি তাঁর অসীম জ্ঞান দিয়ে জানেন আমাদের জন্যে বেস্ট কোনটা, সেই বেস্ট টা যেন আমরা পাই, সেজন্যেই আমাদের কাছ থেকে আমাদের “তথাকথিত প্রিয় জিনিস” কে তিনি দূরে রাখেন। আমরা অভিমান করি! তার ইবাদাত ছেড়ে দেই। তাও তিনি পরম যত্নে আমাদের দেখ-ভাল করতে থাকেন, আমাদের খাওয়াতে থাকেন, পড়াতে থাকেন। আর আমরা অকৃতজ্ঞ হয়ে সেই খেলনার শোকে পড়ে থাকি। তিনি আমাদের চাওয়া খেলনা আমাদের দেন না। কারণ, তিনি দিলে আমরাও খেলনাটা খেয়ে ফেলতাম! নিজেদের ধ্বংস নিজে ডেকে আনতাম! আলহামদুলিল্লাহ্ আ’লা কুল্লি হাল।
“And whoever puts his trust in Allah, He will suffice him”. [ Al-Talaq 65:3]
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অর্থাৎ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেন জানি শুধুই দুনিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমাদের মসজিদ থেকে ঘর, কোন দোয়াতে এখন আর কবর,হাশর, কিয়ামত,জান্নাত,জাহান্নাম এসব আর এখন স্হাহান পায়না। জাস্ট দুনিয়া। যেটা রাসুল (সাঃ) ভবিষ্যৎবাণী করেছিলেন যে, তোমাদের সংখ্যা হবে সুবিশাল কিন্তু সেই সংখ্যা তোমাদের কোন উপকারে আসবেনা। অমুসলিমরা তোমাদের উপর সিংহের মত হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়বে আর অন্যদেরকেও তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার আহবান জানাবে। আল্লাহ তাদের মন থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দিবেন। আর এর কারণ হল: তোমরা পরকালকে অবহেলার চোখে দেখবে, মৃত্যুকে ঘৃণা করবে আর দুনিয়ার জাকজমক, চাকচিক্য কামণা করবে, একেই নিজেদের জীবন হিসেবে বেছে নিবে।
কি মিল আজ তাইনা?
আলহামদুলিল্লাহি আলা কুল্লি হা-ল,
আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ্ শুক্র
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকিল্লাহ
মন্তব্য করতে লগইন করুন