কষ্টের সাথে স্বস্তি!

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২১ এপ্রিল, ২০১৬, ০৭:০৯:২০ সকাল



আল্লাহ সুবহানুতা'আলার কাছে কিছু চাইলাম. তিনি কিন্তু সাথে সাথেই সেটা আমাকে দিয়ে দিবেন না. অনেক কাঠ-খড় পুড়িয়ে তারপরে গিয়ে দিবেন!

আলহামদুলিল্লাহ!

.

.

তখন ভাবি, সাথে সাথে সেটা পেয়ে গেলে হয়তো জিনিসটার কদর-ই বুঝতাম না! আবার সেই জিনিস পাওয়ার আশাতেই বার বার দুয়াতে যখন বসি, সেই বৈঠক গুলিতে আল্লাহর সাথে সবচেয়ে সুন্দর মুহুর্তগুলি কাটে! সাথে সাথেই চাওয়া জিনিসটা পেয়ে গেলে তো এই মুল্যবান মুহূর্ত গুলি মিস!

.

.

সাধের জিনিস পেতে কষ্ট কে না করে! মুসলিম, অমুসলিম, ধার্মিক, নাস্তিক -স্ট্রাগল এদের সবাইকেই করতে হয়.

কিন্তু বিশ্বাসীরা এই struggle এর মধ্যেও প্রতিনিয়ত আশ্বাস পায় যে, আল্লাহ আছেন! সঠিক সময় হলে আল্লাহ আমাকে ঠিক-ই দিয়ে দিবেন, যা চেয়েছি! আর না পেলে তার মানে আমার চাওয়াটাতেই ভুল ছিল! স্ট্রাগলের মাধ্যমে আল্লাহ আমার সেই ভুল টাও ধরিয়ে দেন ! আলহামদুলিল্লাহ!

.

.

অনেক কষ্টের পরে কোন কিছু পেলে সেটার অন্য রকম আনন্দ থাকে। কষ্ট করার পরে গিয়ে দেওয়ার জন্য এতে আল্লাহ যেমন আমার জিনিসটা পাওয়ার আনন্দ বাড়িয়ে দেন, তেমনি এর মধ্য সময়টাতে আল্লাহর উপর ভরসা, সবর আর দুয়ার মাধ্যমে স্ট্রাগল করাটাও সহজ করে দেন!

আলহামদুলিল্লাহ!

"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে! অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে."

[ Quran 94: 5-6]




বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366591
২১ এপ্রিল ২০১৬ সকাল ০৮:০৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : কষ্টের পরে সুখ আছে, এই বিশ্বাসই মুমিনদেরকে শত কষ্টের মাঝেও সবর করতে সাহায্য করে।

আপনি মন্তব্যের জবাব দেননা কেন?
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৬
304135
আফরা লিখেছেন : সেটা যার যার ইচ্ছা আপনি ইচ্ছা হলে কমেন্ট করবেন না হলে না করবেন সাকা ভাইয়া ।
২১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
304185
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আফরা সালাহউদ্দিন ভাইয়া নতুন ব্লগারদের দেখেছি সবসময় সাহায্য করে। না বুঝলে বুঝিয়ে দেয় তাই উনাকে উৎসাহ দেয়া উচিত।
২১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
304186
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আফরা সালাহউদ্দিন ভাইয়া নতুন ব্লগারদের দেখেছি সবসময় সাহায্য করে। না বুঝলে বুঝিয়ে দেয় তাই উনাকে উৎসাহ দেয়া উচিত।
১৩ মে ২০১৬ দুপুর ০২:১৫
306212
শারিন সফি অদ্রিতা লিখেছেন : আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লহ,
জ্বী ভাই, কিছু মনে করবেন না, আসলে সময় হয় না। আর আমি নন মাহরামদের সাথে অনলাইনে কথা বলতে এমনি একটু চাপা। আপনি কিছু মনে করে থাকলে ক্ষমা প্রার্থী। জাঝাকাল্লাহু খইর সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাগুলি পড়ার জন্যে।
366624
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৫৭
আফরা লিখেছেন : জী অবশ্যই মশকিলের পর আসানি আছে ।

জাজাকাল্লাহ আপু ।
১৩ মে ২০১৬ দুপুর ০২:১৬
306214
শারিন সফি অদ্রিতা লিখেছেন : জাঝাকাল্লাহু খইর সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাটি পড়ার জন্যে আপু। আশা করি আল্লাহ্‌র রহমতে ভালো আছ।
366662
২১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মাসাআল্লাহ খুব অল্প কথায় কি চমৎকার একটা লেখা লিখেছে বাবার আদরের দুলালী, ভাইয়ের সোহাগী বোন, বন্ধুদের মধ্যমণি। আল্লাহ এই বোধটা যেন সবার মাঝে দেন এবং লেখিকাও যেন কোন বিপদে নিজের লেখা এই কথাটা ভুলে গিয়ে ধৈর্যহারা না হন ।
১৩ মে ২০১৬ দুপুর ০২:১৭
306216
শারিন সফি অদ্রিতা লিখেছেন : জাঝাকাল্লাহু খইর সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাগুলি পড়ার জন্যে। আপনার সুন্দর দুয়াতে আমিন।
366690
২১ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন। সুন্দর শিক্ষনিয় পোষ্টটির জন্য ধন্যবাদ।
১৩ মে ২০১৬ দুপুর ০২:১৭
306217
শারিন সফি অদ্রিতা লিখেছেন : জাঝাকাল্লাহু খইর সময় এবং ধৈর্য্য নিয়ে লিখাটি পড়ার জন্যে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File