মা !!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১২ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৮:২০ দুপুর
ইমাম শাফি’ঈ(রাঃ) এর জীবনী শুনছিলাম। ইমাম শাফি’ঈ-(রাঃ)র মায়ের নামও ছিল ফাতিমা। তারা ছিল অসম্ভব রকমের গরিব। শাফি’ঈ-(রাঃ) এর মা তাকে বিভিন্ন ইসলামিক হালাকায় নিয়ে যেতেন। যখনি দেখতেন কোথাও দ্বীনের ই’লমের আসর বসেছে, ফাতিমা তার ছেলে কে নিয়ে হাজির। তারা এতই গরিব ছিলেন যে ইমাম শাফি’ঈ-(রাঃ)র মা পড়াশোনার ফী দিতে পারতেন না। সেজন্যে তার মনে হত তার উস্তাদরাও যেন তাকে অন্যদের থেকে কম পাত্তা দিচ্ছেন। বাসায় গিয়ে তিনি মাকে বলতেন। আর তার মা বলতেন, তুমি ওখানে যাচ্ছ ই’ল্ম অর্জন করতে। তুমি যখন প্রবেশ করবে, এমন আদাব নিয়ে প্রবেশ করবে যেন কেউ কোন প্রশ্ন করতে না পারে।
এই বীরাঙ্গনা মা তার স্বামীর মৃত্যুর পর বিয়ে করেন নি; যেন তার পুত্রের ইলমের দিকে মনোনিবেশ করতে পারেন! তার কাগজ-কলম কিনার মত টাকা টাও ছিল না। বাসায় গিয়ে আবার মা কে বলতেন এভাবে কিভাবে ইল’ম টুকে রাখবেন? তার মা শক্ত হয়ে বলতেন, মুখস্থ করবে! তোমার উস্তাদ যাই বলবে সাথে সাথে মাথার মধ্যে টুকে রাখবে, মুখস্থ করে ফেলবে!
বাই দ্য ওয়ে, এসব যখন চলছে, ইমাম শাফি’ঈ-র তখন মোটে ৬ বছর বয়স! তিনি তখন থেকে ক্লাসে উস্তাদ যা বলতেন, রিপিট করে করে মুখস্থ করে ফেলতেন! মাথায় টুকে রাখতেন। ব্রেকের টাইমে বাকি সব স্টুডেন্ট রা ইমাম শাফি’ঈ-র কাছ থেকে নোট মিস্ হলে নিয়ে রাখতো। ৬ বছরের শাফি’ঈ গড় গড় করে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা লেকচার বলে যেত! সুবহানআল্লাহ্! তার উস্তাদ এটা খেয়াল করেন এবং ইমাম শাফি’ঈ কে বললেন, আমি যখন ব্রেকে যাবো, তুমি আমার স্টুডেন্টদেরকে পড়াবে, এটাই তোমার টিউশান ফী!
সুবহান আল্লাহ্! ইমাম শাফি’ঈর মা অটল, অনড় ছিলেন ছেলের দীন-শিক্ষার ক্ষেত্রে। এমনকি তিনি ফেলে দেয়া হাড়-গোড়, ফেলে দেয়া কাগজ জড় করে পরিষ্কার করে তার ছেলের জন্যে লিখার কাগজ-কলম তৈরি করার চেষ্টা করতেন!
সুবহানআল্লাহ্! একটা মাকে আল্লাহ্ সুবহানুতা’আলা কতটা পাওয়ার দিয়েছেন ইসলামের সিংহদের কে বড় করতে! মায়েরা সন্তানদের ইসলামের পথে আনার জন্যে গেড়ে বসলে, আল্লাহ্ তা’আলা কেমন বারাকাহ্, বরকত ঢালেন সে নেকীতে! সুবহান আল্লাহ্! এক মায়ের আল্লাহ্র দীনের জন্যে নিখুঁত আত্মত্যাগ আর নিষ্ঠার ফসল হিসেবে ইমাম শাফি"ঈ এর করে যাওয়া ইসলামের কত অবদান আমরা আজো ভোগ করে যাচ্ছি! সুবহানআল্লাহ্! সব মায়েরা এভাবে একত্রিত হলে উম্মাহ্-র চেহারাই হত অন্যরকম!
~Source: "Greateast Mom of All Time", BayyinahTV
বিষয়: বিবিধ
১৩৬৫ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে অনেক অনেক জাঝাকাল্লাহু খইর! ফীয়ামানিল্লাহ!
সন্তান মায়ের সান্নিধ্যুই বেশি পেয়ে থাকে, তাই মা যদি যত্নসহকারে সন্তানের শিক্ষায় শ্রম দিয়ে থাকেন, সে সন্তান ভাল মানুষ না হয়ে পারেনা।
গরীবের জন্যো কাজটি খুব সহজ নয় কিন্তু অসম্ভব ও নয় য ইমাম শাফেয়ী'র মা দেখিয়ে গেছেন। আর যাদের অবস্থা সচ্চল তাদের জন্যো সন্তান কে শিক্ষিত করে তোলা অনেক বেশি সহজ।
আরো অনেক কিছু বলার ছিল, ঘুম ঘুম চোখে আর ভাল কমেন্ট করা সম্ভব হচ্ছেনা। ভাল থাকুন।
মন্তব্য করতে লগইন করুন