ইগোকে টা-টা-বাই, 'স্যরি' কে হ্যালো-হাই
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২৯ নভেম্বর, ২০১৪, ১১:২৭:৩৭ সকাল
গতকাল হল কি, একটা ভুল করে ফেললাম আম্মুর সাথে। কলিজা ছিঁড়ে যায় অবস্থা! এটা জোড়া লাগাতে মাফ চাওয়ার কোনই বিকল্প নাই !
আমিঃ “আম্মু আমাকে কি মাফ করা সম্ভব?”
আম্মু বলে, “হু!”
একটু পরে আবার, “আম্মু তোমার কি মনে হয় তুমি এ জীবনে আমাকে ক্ষমা করতে পারবা?”
আম্মুঃ পারলাম তো বাবা!
কিছুক্ষণ হাসি-ঠাট্টা করার পর আবার সিরিয়াস মুখে বললাম,
“আম্মু আমাকে মাফ করে দিসো না তুমি?”
আম্মুঃ আরে এই মেয়েটা এত কথা বলে কেন!
"আচ্ছা আম্মু আর বলবো, অলরাইট তুমি আমাকে মাফ করছো, এখন একটু কষ্ট করে আল্লাহ্ তা’আলাকেও বলে দিবা প্লিজ তিনিও যেন আমাকে যেন মাফ করে দেন? "
আম্মুঃ ওকে ওকে বলবো বলবো
আমিঃ বিস্তর একান থেকে ওকান পর্যন্ত দন্তবিকশিত হাসি!
ক’দিন ধরে একটু ছুটিতে আছি দেখে একটু আব্বু-আম্মুর সাথে বেশি সময় কাটাতে পারছি আলহামদুলিল্লাহ্। আম্মু বাসায় ঢুকে যখন দেখে যে বিছানা টা গোছানো, ওমাহ্, সে কি খুশি! ৩২ টা দাঁত বের করে বলবেন, “আল্লাহ্! বিছানা ঠিক করসো!”
আব্বুকে সন্ধার পরে এক কাপ কফি বানায়া দিলে এমন ভাবে সালাম দেন যেন গোটা কফির ফ্যাক্টরী বানায়া আনছি!
আসলে, আমাদের আব্বু-আম্মুদেরকে খুশি করতে উহুদ পাহাড় ভেঙ্গে আনা লাগে না। তারা আমাদের কাছে খুব বেশি কিছু চানও না! যাও চান আল্টিমেটলি আমাদের খুশির কথা ভেবেই চান! কিন্তু, আমরা বড় দস্যি সন্তান! কিছু বুঝার আগেই হয়তো কথার সুরে বিরক্তি চলে আসে, আওয়াজ উঁচু থেকে উঁচু হতে থাকে, শুনে শেষ করার আগেই মাথায় প্রি-ইন্সটল প্রোগ্রাম বলতে থাকে হয়ে থাকে “কিচ্ছু বুঝতে চায়না”। অনাকাঙ্খিত কিছু মুখ ফস্কে বেরিয়ে যায়, পরক্ষণেই জিহবায় কামড়! এটা কি বললাম!!
ভুল হয়ে গেলে হয়ে গেছে। ইট্স ওকে! পৃথিবীতে ‘স্যরি’ বলে ভীষণ পাওয়ারফুল একটা শব্দ আছে! শয়তান যদি প্রথমবার হারিয়ে দেয় রাগ-ধৈর্য্যের বাধ ভেঙ্গে দিয়ে, তবে দ্বিতীয়বার যেন না হারাতে পারে তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে বাধা দিয়ে!
আব্বু-আম্মুর সাথে বা যে কারো সাথেই অনাকাঙ্খিত কিছু হয়ে থাকলে... এগিয়ে গিয়ে মাফ্ চাওয়াতে কোন লজ্জা নেই। এতে আল্লাহ্ রব্বুল আ'লামীনের সন্তুষ্টি থাকে!
ইগো বড় খারাপ জিনিস্!
শয়তান এক ইগোর জন্যেই চিরকালের জন্যে অভিশপ্ত হয়ে গেল!
তাই, ইগোকে টা-টা-বাইবাই, আর আল্লাহ-র জন্যে ভালোবেসে ক্ষমা চাওয়াকে সালাম-হ্যালো-হাই!!
>- >-
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার বর্ণনাভংগি শিক্ষার প্রচুর উপাদান ছড়িয়ে গেল!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান জানাতেই হয়!
শিক্ষণীয়তো বটেই।
জাজা...
আসলে সরি বলার মধ্যেই নম্রতা লুকিয়ে থাকে, হারিয়ে যায় দাম্বিকতা।
আমি একটি কথা প্রায়ই বলি, মাটির মানুষ হতে হবে, একেবারে মাটির মানুষ।
যেখানে থাকবে না অহংকারের লেশ মাত্র।
শয়তান এক ইগোর জন্যেই চিরকালের জন্যে অভিশপ্ত হয়ে গেল!
তাই, ইগোকে টা-টা-বাইবাই, আর আল্লাহ-র জন্যে ভালোবেসে ক্ষমা চাওয়াকে সালাম-হ্যালো-হাই!!
আপনার লেখার মধ্যে দারুন আর্ট আছে। সত্যিই দাুরন বিষয়ে দারুন লিখলেন...জাজাকাল্লাহ
প্রি-ইনস্টল্ড প্রোগ্রামটা রিমুভ করতে পারলেই সম্ভব, তবে ঐটা আবার বিভিন্ন অ্যাপ্সের সাথে ভাইরাস হিসেবে এসে যায়...
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
মন্তব্য করতে লগইন করুন