আমার চিন্তা, মার্বেলের দৌড়াদৌড়ি আর নামাজ!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২৩ অক্টোবর, ২০১৪, ০৬:৩৯:৪৩ সন্ধ্যা
ইদানীং নামাজ পড়তে দাঁড়ালে এক বাটি মার্বেলের কথা মনে পড়ে!
সে এক দারুণ কান্ড! ব্যখ্যা করছি দাঁড়ান!
স্বচ্ছ কাচের বাটি ভর্তি নানা রঙের মার্বেল। কেউ বাটি টা ধরে কাত করে ফেললো। সব মার্বেল বাটি থেকে ছিটকে পরে গড়াতে লাগলো। পুরা ফ্লোর মার্বেলে মার্বেলে একাকার অবস্থা। এখন চলুন এই দৃশ্য টা কে ব্যাক-ওয়ার্ডে প্লে* করি।
মার্বেলের দৃশ্য টা কে ব্যাক-ওয়ার্ড প্লে করলে দৃশ্য টা এমন হবে যেন, কোণা কোণা থেকে ছিটকে যাওয়া সব মার্বেল গুলি উল্টা দিকে গড়িয়ে গড়িয়ে আবার বাটিতে এসে জমা হচ্ছে। টিভি-টুভিতে মাঝে মাঝে advertise, commercial এ এমন দৃশ্য দেখা যায়!
আমার কাছে মনে হয় নামাজ টা যেন তাই। সারা টা দিন চিন্তা আমার যাযাবরের মতন ঘুরে, ডাল থেকে ডালে লাফাতে থাকে--- কখন Assignment লিখে শেষ করবো,
আল্লাহ্! আর ১ ঘণ্টার মধ্যে তো আরেক ক্লাসের কুইজ শেষ করে জমা দিতে হবে,
Honors এর ক্লাসের registration এর টাইম এখনো মিলছে না,
এক ঘন্টা আগে Tutoring শেষ হলে আম্মুকে পিক-আপ করতে হবে,
ও আবার রাগ করলো নাকি, হায়রে রাগ ভাঙ্গাতে হবে,
কালকেই না MSA meeting! টপিক ঠিক করতে হবে,
ওমাহ্! ইসলামিক স্কুলের Lesson-plan এখনো ঠিক করা হয় নাই--
---এই চিন্তার ডাল-পালা নিয়ে আমার প্রতিদিনের সকালের শুরু, আমার চিন্তা দৌড়ায় এখান থেকে ওখানে- ঠিক বাটি থেকে পরে যাওয়া মার্বেলের মতন- হযবরল অবস্থা!
কিন্তু, যেই না নামাজে দাঁড়ালাম, কে যেন টুস্ করে “BachWard Play" বাটনে চাপ দিয়ে দিল। আর পরে যাওয়া সব মার্বেল গুলি সব আস্তে আস্তে এসে জড়ো হতে থাকল বাটিতে।
আমার সব মনোযোগ চলে গেল তখন একটা দিকেই। আমাকে মনে করিয়ে দিল লাইফের আল্টিমেট গোল!! একে একে সব বন্ধ দরজা খুলতে থাকে ...
“রিসার্চে ২ মার্ক্স কম নাম্বার আসছে? কিচ্ছু হবে না! এটা তো দুনিয়াবী জিনিস! আখিরাতে ১০০ তে ১০০ পেলেই হল!”
"কি ক্লাস Registration এর টাইম মিলছে না? কিচ্ছু হবে না, আল্লাহ্ ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন মাত্র! একটু সবর করলেই সমাধান মিলবে।"
"কি অমুক রাগ করে আছে? কিচ্ছু হবে না, আল্লাহ্ তা’আলার খুশির জন্যে স্যরি বলে নিলেই সব ঠিক হয়ে যাবে!"
"কি এখনো Lesson-plan বানানো হয় নাই? কিচ্ছু হবে না, চার রাকাআত পরেই দুই হাত তুলে “কি কি চাই” এর লিস্টের মধ্যে জুড়ে দিলেই হবে!"
"কি এত কিছু করেও কেউ খুশি হচ্ছে না ? ধুর! আল্লাহ্ তা'আলা খুশি থাকলেই তো হল! আমাকে বানালেন তিনি, সব দিলেন তিনি, নিয়েও নিবেন তিনি! উনাকে ছাড়া কাকে করবো খুশি ?"
সুবহানআল্লাহ্! এভাবে নামাজে আমার সব চিন্তার ডাল-পালাকে আল্লাহ্ তা’আলা এক শিকড়ে সংযুক্ত করে দেন- সব কিছু গুছিয়ে দেন!
আবার জায়নামাজ থেকে উঠতে উঠতেই আবার শুরু হয়ে যায়-চিন্তার মার্বেলের দৌড়াদৌড়ি!
এজন্যেই তো একবার না দুই বার না!! দিনের মধ্যে পাঁচ পাঁচটি বার করে আল্লাহ্ সুবহানুতা’আলা আমাকে রিল্যাক্স করার সুযোগ দেন আলহামদুলিল্লাহ্!
নাহলে এতদিনে নির্ঘাত পাবনার পাগলা-গারদে আমার জন্যে জায়গা বুক করা লাগতো! লুল
আলহামদুলিল্লাহ্! দুনিয়াবী ব্যস্ততা আমাদের কার নেই? সবার আছে! নামাজে দাঁড়িয়ে যান! "ব্যাকSpace" বাটনে টিপ দিন! সব ঝামেলা আল্লাহ্ কে খুলে বলুন!
তিনি জানেন, শুনেন, বুঝেন এবং করেন!
আলহামদুলিল্লাহ্ আ’লা কুল্লি হাল
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাললাহু খাইর।
আল্লাহ আমাদের জীবনকে সহজ করে দিন! সালাতকে আমাদের প্রশান্তির কারন করে দিন! আমীন
আল্লাহ আমার আপুটার মেধায়, আখলাকে, সময়ে উত্তম বারাকাহ দান করুন
আপুউউউউউউউউ !!
অনেক মিস্ করি তোমাকে জানো! আমিন আমিন! আল্লাহ্ রব্বুল আ'লামিন আমার আপুনিকেও আল্লাহ্র প্রিয় বান্দী হিসেবে কবুল করে নিক! আমিন
না না শুকনো কমেন্টে একদম চলবে না ! তোমার সুর করে করে আমাদেরকে নিয়ে হালাকায় বসা কত বছর শুনি না !! কবে শুনবো আবার বল তো দেখি!
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর বোন
ধৈর্য্য ও সময় নিয়ে লিখাটি পড়ার জন্যে জাঝাকাল্লাহু খইর
মন্তব্য করতে লগইন করুন