একটি অলিখিত চিঠি !
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১২ আগস্ট, ২০১৪, ০৬:৪৫:২০ সন্ধ্যা
হে ইসলামের কন্যারা,
আচ্ছা !! আমাকে কেন তোমাদের এত অপছন্দ বলো তো!
কেন আমাকে রিজেক্ট করা ?
আচ্ছা তোমরা কি একেবারে ভুলে গেছ যে , আমি তোমাদের ঢাল...সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে?
আমি তোমাদের অলংকার... তোমাদের ভিতরটা ঈমান, হায়াহ ও শালীনতা দিয়ে সাজাতে!
আমি তোমাদের নিরাপত্তা ...সৌন্দর্য-খেকো কুদৃষ্টি থেকে!
তোমরা কিভাবে ভুলে গেলে আমি যে তোমাদের জন্যে গিফট- যে গিফট এসেছে সাত আসমানের উপর থেকে!
তোমার রব তোমাকে সম্মানিত করেছেন আমার মাধ্যমে! তোমাকে আর দশজনের মতন সহজলভ্য/সস্তা হওয়া থেকে বাঁচিয়ে দিয়ে ইউনিক মর্যাদা দিয়েছেন আমার মাধ্যমে!
সেই আমাকেই তোমরা খালি ইগনোর কর, খালি ভুলে থাক!
হে জনাবা সুন্দরী !!
বলে রাখছি শুনো একদিন গিয়ে কিন্তু আমার কথা তোমার ঠিক এ মনে পড়বে ! অনেক মনে পড়বে কিন্তু তখন!
সেদিন মাথার এক হাত উপরে থাকবে সূর্য, সেদিন তোমাকে দাড়াতে হবে তোমার রবের সামনে! সেদিন তোমার আমার কথা অবশ্যই মনে পড়বে..
তুমি ছট- ফট করতে করতে খালি একটাবার এই দুনিয়ায় ফিরে আসতে চাইবে আমাকে পাবার জন্যে! তখন কিন্তু আমাকে আর পাবে না .. কারণ ততক্ষণে অনেক দেরী হয়ে যাবে.. অনেক অনেক দেরী!
ইতি
তোমার "হিজাব" .
বিষয়: বিবিধ
১০৯১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ বোন।এই যুগের মেয়ে হয়েও আপনি ইসলামি আইনের উপর আছেন এটা আমাদের জন্য গর্বের ।
মন্তব্য করতে লগইন করুন