পানি! তুমি কোত্থেকে আসলে??
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৮ জুলাই, ২০১৪, ০২:৪৩:১০ রাত
"তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?"
[সূরা আল ওয়াকিয়াহ্- আয়াত ৬৮-৭০]
রমাদানে আমরা যখন রোজা থাকি তখন খিদা টা একভাবে ইগনোর করে যাওয়া গেলেও পানির তৃষ্ণা টা একবার পেয়ে বসলেই হয়েছে, তাই না বলেন !!
পানি- এক আশ্চর্য্য তরল!! পৃথিবীর কোন জুস, কোন সফ্ট ড্রিংক, হার্ড ড্রিংক- এই পানির জায়গা নিতে পারবে না!! যখন পানির তৃষ্ণা ধরে, একমাত্র 'পানি'ই সেটা ছাড়াতে পারবে !
মুহুর্তে মুহুর্তে যে সুপেয় পানি ডক্ডক্ করে গিলে যাচ্ছি, নিমেষেই তৃষ্ণা মিটিয়ে তৃপ্তি পাচ্ছি- কখনো আসলে ভাবার প্রয়োজন পরে না যে, সেই পানিটা কোত্থেকে আসলো?
আমি-আপনি মেঘ থেকে সেটা নামিয়ে আনলাম নাকি আল্লাহ্ রাব্বুল আ'লামীন বর্ষণ করেছেন? তিনি কি চাইলেই পানি টা লোনা করতে পারতেন না ?
তিনি কি সেটা করেছেন?-নাহ্ !
সুপেয় মিষ্ট স্বাদ-যুক্ত করে একেবারে আমার সামনে গ্লাসে করে পাঠিয়ে দিলেন... সুবহানআল্লাহ্ !!
এখন পর্যন্ত যে পরিমাণ পানি পান করে তৃপ্তি পেয়েছি- জীবনে তার কতটুকু শুকরিয়া আদায় করেছি ??আসলে কোনদিন কি শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব ?
একটা পানির কথা চিন্তা করতেই এ অবস্থা, কত-শত-কোটি- সহস্র আল্লাহ্-র নিয়ামত প্রতি মুহুর্তে ভোগ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি ... চিন্তা করেছি কখনো ? শুকরিয়া-ই বা তার করেছি কতটুকু ?
সৃষ্টির সাথে অকৃতজ্ঞতা আমাদের বিবেকের কাছে কত বড় অপরাধ হয়ে ঠেকে, তাহলে যিনি কি না স্রষ্টা- তাঁর প্রতি, যিনি কি না আকাশ ও পৃথিবীর মালিক সেই আল্লাহ্-র প্রতি অকৃতজ্ঞতা কেমন অপরাধ হবে??
চিন্তার বিষয় আছে ! ব্যাপক চিন্তার বিষয় আছে ...
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে অনেক অনেক শুকরিয়া! )
আরে বলদ কোথাকার! যিনি আপনার মতো পাঁঠা এত বড় অপরাধ করার পরও কোনো শাস্তি না দিয়ে অপেক্ষা করছেন আপনার বোধদয় হয় কিনা দেখার জন্য, তাঁর কাছে এটা কোনো ব্যাপার?
"মু'মিন খোঁটা দানকারী, অভিশাপকারী, নির্লজ্জ ও অশ্লীলভাষী হয় না"
রিয়াদ উস-স্বলেহীন: ৫/১৫৬৩
তিরমিযী ১৯৭৭, আহমাদ ৩৮২৯, ৩৯৩৮।
সুরা মুলকের শেসে আরো বিরাট চিন্তার কথা বলা আছে।
আল্লাহ বলেন:
"কোন দিন সকালে যদি দেখ তোমাদের পেয় সব পানি উধাও হয়ে গেছে,তাহলে কে তোমাদেরকে এনে দিবে সুপেয় পানি?"
জাজাকাল্লাহু খায়রান।
মুখস্থ না থাকলে তাড়াতাড়ি করে ফেলেন।
ঢাকা শহরে খাই টেপের ফুটানো পানি। আর বাড়ী আসলে আগে কয়েক জগ পানি টিউবওয়েল থেকে ফেলে তারপর ঠাণ্ডা পানিটা নেই, আর ভাবি আমাদের কত পানি আল্লাহ্ দিয়েছেন। আল্লাহ্ দয়াময়।
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন