সত্যিকারের রোল মডেল কে একটু যদি বুঝতি !!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১৬ জুলাই, ২০১৪, ০৭:২৪:৩১ সন্ধ্যা
... তখন সবে রাসূল(সাঃ) এর চাচা আবু তালিব ও প্রিয়তমা বিবি খাদিজা মারা গিয়েছেন। এমন প্রিয় দুই মানুষকে হারিয়ে এম্নিতেই রাসূল(সাঃ) এর অনেক কষ্টে ছিলেন।
তাঁর চাচা আবু তালিব বেঁচে থাকতে মক্কার কুরাইশরা রাসূল(সাঃ) এর সাথে বেশি সুবিধা করতে পারতো না। তাঁর চাচা সবসময় রাসূল(সাঃ) কে আগলে রাখতেন. আর তিনি তখনকার প্রতাপশালী লিডার হবার জন্যে তাঁর চাচাকে বাকি কুরাইশরা বেশ ভয়ও পেতো। কিন্তু সেই চাচাই মারা যাওয়াতে এখন কুরাইশদের আর কোন বাধা নেই! যার ফলে তারা রাসূল(সাঃ) কে এখন সুযোগ পেয়ে কল্পনায় বাইরে রকমের কষ্ট দেওয়া শুরু করেন!
তেমনি একটি ঘটনা, রাসূল(সাঃ) একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় এক নির্বোধ প্রকৃতির কুরাইশ এসে একগাদা মাটি হাতে নিয়ে তার দিকে দলা করে ছুড়ে মারে, তাঁকে খুব করে আঘাত করতে থাকে। এতে রাসূল(সাঃ) এর মুখ-মণ্ডল মাটিতে ভরে যায়! এই অবস্থাতেই তিনি বাড়িতে ফিরে আসেন। তার এক কণ্যা তাঁর আব্বুর এই অবস্থা দেখে সাথে সাথে তাঁর মুখ ধুয়ে পরিষ্কার করে দিতে থাকেন। পানি দিয়ে ধুয়ে দিবার সময় রাসূলের(সাঃ) কণ্যার চোখ কান্নায় ভেসে যেতে থাকে... কিছুতেই সে কান্না থামাতে পারে না।
দয়াল নবী(সাঃ)ই তাকে বললেন,
“পুত্রী ! কান্না করে না! আল্লাহ্-ই তোমার পিতার হিফাজতকারী!”
এই আমার রসূল, সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লাম!!
সেই রসূল(সাঃ) এর জীবন নিয়ে, তাঁর সীরাহ্ নিয়ে ৫০০ পৃষ্ঠার বই!!
আর ইসলাম শিক্ষা বইয়ের ৩ পেইজের নবী(সাঃ) এর জীবনী পড়েই আমরা ভাবি যে, আমরা আমাদের রসূল(সাঃ) কে চিনে ফেলেছি?
হায় আমরা মুসলিম! ...
আমাদের সত্যিকারের রোল মডেল কে একটু যদি বুঝতাম ... সত্যিকারের সেলিব্রেটি কে একটু যদি জানতাম ... !! তাহলে মুসলিম উম্মাহ্-র এই দুর্দশা আজ দেখতে হতো না !!
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিখাটি সময় ও ধৈর্য্য নিয়ে পড়ার জন্যে শুকরিয়া! ফী আমানিল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন