রমাদানের প্রস্তুতি- ১
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২১ জুন, ২০১৪, ০৫:৫৬:৫৭ সকাল
ফেসবুকে/ব্লগে/টুইটারে ...ইত্যাদিতে অন্তত দিনে কয়বার করে ঢুঁ মারা যদি আপনার বহুদিনের অভ্যাস হয়ে থাকে- তাহলে এখন থেকেই যদি তা আস্তে আস্তে একটা organized way তে সেটা maintain করতে চেষ্টা না করেন, তাহলে দেখা যাবে যে,
রমাদানের সময়েও আপনি শুধু উপোস থেকে এভাবেই ভার্চুয়ালের সাথে অযাচিত সময় কাটিয়ে দিচ্ছেন!
যেই মহামূল্যবান সুযোগ আল্লাহ রব্বুল অ'লামীন দিয়েছেন এই মাসে একটা ভালো কাজ (ফার্দ ইবাদাহ্) করলে সত্তর গুন বা এর চেয়েও বেশি গুনে সওয়াব --
সেই সুবর্ণ সুযোগ টা কে কাজে না লাগিয়ে দেখা যাবে যে, কার না কার ছবিতে হাজার হাজার রসালো কমেন্ট জমা হয়েছে -- সেসব পড়তে পড়তেই ফালতু সব সময় নষ্ট হয়ে যাচ্ছে ! আল্লাহুম্মাগ ফিরলী!
আর দ্বীনি ভাই-বোন দের জন্যেও বলছি,
ইসলাম সম্পর্কে জানতে ও জানাতে ফেসবুকে আসা যখন হয়-- তখন ২ মিনিটের ইসলাম সম্পর্কে পোস্ট পড়ে বাকি ২০ মিনিট আজাইরা কোন কিছু দিয়ে ব্যস্ত রেখে সময় গুলি কে নষ্ট করে দেওয়া শয়তানের বহু পুরানো চাল !!
রমাদানে কিন্তু এমন করলে একদমই চলবে না!
এখন, অনেক দিনের অভ্যাস তো হঠাত করে ১ রমাদান থেকে কোন জাদুর মাধ্যমে চলে যাবেনা! সে জন্যে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই!
যার ভার্চুয়ালের addiction যত তীব্র, আমরা চাইলে সে অনুযায়ী নিজের জন্যে রুটিন করে নিতে পারি যে, ঘড়ির কাটা এইটুকু পার হয়ে গেলে আমি আর কম্পিউটারের সামনে থাকব না!
নিজেদের জন্যে চাইলে একটা checklist বানিয়ে নিতে পারি যে কিভাবে রমাদানে ফেসবুকে না বসে এই সময়টাকে ভালো ভাবে কাজে লাগাবো নতুন কিছু শিখে-
যেমন:-
-আল্লাহ তা'আলার ৯৯ টি নাম জানার জন্যে রমাদানের প্রতিদিন ৩ টা করে নাম শিখতে পারি
-কিছু নতুন সুরা মুখস্থ করতে পারি
-রসুল (স এর, সাহাবীদের জীবনী পড়ে শেষ করতে পারি
-প্রতিদিন এক লাইন করে হলেও অর্থসহ কুরআন টা বুঝার চেষ্টা করতে পারি
... আবার সারাদিন যে কুরআন-নামাজ নিয়েই পরে থাকতে হবে- তাও কিন্তু না! চাইলে ইন্টারনেট থেকে মজার কোনো রেসিপি দেখে সেটা বানিয়ে ইফতারিতে সবাইকে খুশি করে দিতে পারি!! আল্লাহ কে সন্তুষ্ট করার উদ্দেশ্য যা কিছুই শুদ্ধ ইখলাস ও নিয়ত সহকারে করা হবে- তার সবই তো ইবাদত, তাই না ?শুদ্ধ ইখলাসে আল্লাহর খুশির জন্যে রোজাদার দের ইফতারি তে কিছু খাওয়ানোর জন্যে বানালে সেই বানানো টাও তখন হয়ে যাবে ইবাদত!
এখন ভাবেন তো সারাদিন ফেবুতে ক্লিক ক্লিক আর টুইটার এ টুইট টুইট করলে কিভাবে এই কাজগুলি করে ৭০ গুন বা তারও বেশি সওয়াব টা কামিয়ে নিবার সুযোগ মিলবে ?
বলছি না unsocial হয়ে যেতে, কিন্তু balance অবশ্যই রাখতে হবে, আর রমাদানের মতন মাসে তো এই balance এর demand আরো আরো বেশি !!
তাই রমাদানের প্রস্তুতির জন্যে এখনো যদি কিছু শুরু করা না হলে তাহলে শুরুটা নাহয় হয়ে যাক এখান থেকেই ...
... ভার্চুয়াল কম, কাজ বেশি ..
......এখন থেকেই শুরু হোক রমাদান-প্রস্তুতি ...
:-))
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
... ভার্চুয়াল কম, কাজ বেশি ..
... এখন থেকেই শুরু হোক রমাদান-প্রস্তুতি ...
অন্নেক ভালো লাগলো যাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন