আয়াতটি কি একটু কল্পনা করা যায় ??
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২২ এপ্রিল, ২০১৪, ০৯:৪৬:৫৬ রাত
** বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম **
“অতঃপর যখন কর্ণ বিদারক আওয়াজ আসবে। সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্মী এবং তার সন্তানদের কাছ থেকেও। সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।"
(সূরা আবাসাঃ ৩৩-৩৭)
আয়াতটি কি কল্পনা করা যায় ??
যেই আম্মু-আব্বু-ভাইয়াকে এখন দেখলে তাদের কোলে ঝাঁপিয়ে পরতে চাই- ওই দিন সেই আব্বু-আম্মু-ভাইয়ার কাছ থেকে সেই আমি নিজেই কি না পালিয়ে বেড়াবো ????
কিয়ামত দিবসের ভয়াবহতা এমন-ই হবে যে, মাতা-পিতা তার সন্তান কে চিনবে না, সন্তান তার মাতা-পিতা কে চিনবে না, ভাই তার ভাই কে চিনবে না, বোন তার বোনকে চিনবে না !
আমার যে স্নেহময়ী আম্মু- সকাল থেকে উঠেই 'খাইসো ?", "এটা করসো আম্মু?", "আর কিছু লাগবে আম্মু?"- করতে থাকে- সেই আম্মু আমার ... আমাকে চিনবেই না সেই দিন !!! চিনবেই না !!
উল্টা আমার কাছ থেকে পালাতে থাকবে !! সুবহান আল্লাহ্ !!!কি পরিমাণ ভয়ার্ত হবে সেই দিন টি চিন্তা করা যায় !!কি পরিমাণ আতঙ্ক থাকবে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে !!
সূরা টার পরের আয়াত গুলি আরো তাৎপর্যপূর্ণ দেখুন।।.. আল্লাহ্ বলেন,
"সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে.
অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,সহাস্য ও প্রফুল্ল। এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। তাদেরকে (অন্ধকার) কালিমা আচ্ছন্ন করে রাখবে। তারাই কাফের পাপিষ্ঠের দল।"
(সূরা আ'বাসা আয়াত ৩৭-৪২)
সেই দিন সবার অবস্থার একেবারে সচিত্র আল্লাহ্ তা'আলা আমাদের সামনে তুলে ধরেছেন! যে কোন ভিসুয়াল গ্রাফিক্স কে হার মানায় আল্লাহ্- সুবহানুতা'আলার এই বর্ণনা .সুবহানআল্লাহ্!!
আল্লাহ্ আমাদের সবাই কে সেই দিন হাস্যজ্জ্বল মুখমণ্ডল ধারীদের অন্তর্ভুক্ত হবার তৌফিক দিন আমীন।
সব জানা কথা মোটামুটি, তাই না?
-- কিয়ামত যে কি পরিমাণ ভয়ঙ্কর সবার কমবেশি জানা !! এত জেনেও কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমরা সেই অবশ্যম্ভাবী দিনটির জন্যে ???
..THAT DAY is coming...
whether we are ready or not ...
every single second is passing and we are heading toward that one certain Day ...
when we all have to meet OUR LORD , the LORD of the universe, the LORD of the heavens and the earth, The Lord who created you and me ..!!
..... .... .....
ARE WE READY ?
( A_Reminder_for_me_first )
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ! অনেক ধন্যবাদ!!
"তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।" ৮২:৫
হুমম! চিন্তার কথা আল্লাহ আমাদের আমল নামা সহজ করে দিন। (আমীন)
(সূরা আবাসাঃ ৩৩-৩৭)
অথচ পীররা নাকি মুরিদ ছাড়া জান্নাতেই যাবেনা।
আমার মতে পীররা মুরিদ সহ জাহান্নামে যাবার রাস্তা খুজবে..
জাজাকাল্লাহু খায়রান।
কোথা সে মুসলমান ?
মন্তব্য করতে লগইন করুন