একটা ভালো রেজাল্টের জন্যে ...

লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ১২ এপ্রিল, ২০১৪, ০৬:৩৩:৪৬ সন্ধ্যা



আচ্ছা! বলুন তো তাজবীদ কি? আর মাখরাজ টা-ই বা কি?

আমরা কি তাজবীদ/ মাখরাজ এর জ্ঞান টা রাখি ?

তাজবীদ, মাখরাজ হচ্ছে সঠিক ভাবে কুরআন শরীফ তিলাওয়াত করার জন্যে কিছু বেসিক নিয়ম-কানুন। যেমন ধরুনঃ কখন এক-আলিফ টান দিতে হবে, কখন তিন-আলিফ টান দিতে হবে, কখন আগের হরফ এর সাথে এর পরের হরফ মিলে যাবে, কখন 'নুন' এর উচ্চারণ একটু নাকি করে করতে হবে, কখন 'র'-এর উচ্চারণ একটু মোটা করে করতে হবে -- ইত্যাদি ইত্যাদি এরকম কিছু বেসিক নিয়ম-কানুন !

আমি প্রথম প্রথম যখন মাখরাজ শিখতে শুরু করি, মনে হয় 'ও আল্লাহ্‌ ! এত্ত এত্ত নিয়ম! আর স্কুলের অন্যান্য পড়াশোনার আর অন্যান্য ব্যাস্ততায় কিভাবে যে পড়ার সময় করে উঠতে পারবো?'

-ও আচ্ছাহ্‌ ! স্কুলের নাম নিতেই মনে পড়ে গেল ত্রিকোনমিতির সেই সাইন-কোসাইনের সূত্র গুলো! পুরা ৩ টা পাতা ভর্তি বিদঘুটে সূত্র গুলো মুখস্থ করে ঝাঁঝড়া করে ফেলতে হয়েছিল না এস, এস, সি, এর আগে ?

কেমিস্ট্রির পুরা পর্যায় সারণি কি মুখস্ত করতে পারি নাই ? ওগুলা মুখস্থ করতে কষ্ট হয়সিল না?

--আলবাত সেইরকম পেইন ছিলো !

কিন্তু, তারপরো কিভাবে নিজেকে মোটিভেট করেছিলাম?

--**একটা ভালো রেজাল্ট !! একটা ভালো ক্যরিয়ার... **

এইতো ছিল মোটিভেশানের উৎস, তাই নয় কি?

একটা ভালো ক্যারিয়ারের কল্যাণে এই নশ্বর চল্লিশ-ষাট বছরের দুনিয়ার জীবনের সিকিউরিটির জন্যে যদি এত কষ্ট মানতে আমরা রাজি থাকতে পারি, তাহলে যে বিদ্যা আমাকে চিরন্তন- অসীম- সীমাহীন একটা জীবনের সিকিউরিটি দিবে, আখিরাতে আমার চূড়ান্ত রিপোর্ট কার্ডে ভালো রেজাল্ট দিবে... সেটার জন্যে এতটুকু কষ্ট কেন করতে পারবো না?

আল্লাহ্‌ কিতাবের আল্লাহ্‌-র কথা গুলোকে, শব্দ গুলোকে যদি ঠিকমতন উচ্চারণ করতেই না শিখলাম, তাহলে কিভাবে আল্লাহ্‌-র সার্থক বান্দা হতে পারলাম?

এখন, অনেক কুরআন শরীফের সাথেই সুন্দর করে কালার-কোডেড করে তাজবীদের নিয়ম-কানুন চলে আসে,

অনেক ওয়েবসাইটেও ফ্রি তে এমন শিখা যায় ...

তাছাড়া লোকাল মস্‌জিদেও শিখানো হয় ...

আল্লাহ্‌ তা'আলা দরজা একটা না একটা খুলে দিবেন-ই দিবেন যদি কি না শুদ্ধ ইখলাসের সহিত নিয়ত টা করা হয়ে থাকে!

খালি আল্লাহ্‌-র উপর ধৈর্য্য ও ভরসা ধরে নিজের ইচ্ছাটুকু করার অপেক্ষা !!

Happy

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206548
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমিই ১ম আজকে, কী দিবেন? Thumbs Up Thumbs Up Bee Bee Day Dreaming Day Dreaming Chatterbox Chatterbox আমি একটা কোর্স করছিলাম একজন ক্বারীর কাছথেকে। Rose Rose Good Luck Good Luck Rose Rose
206559
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
ডাঃ নোমান লিখেছেন : অনেক সুন্দর বলেছেন কিন্তু আমরা সবাই দুনিয়ার রেজাল্ট নিয়ে ব্যস্ত।
206571
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
বিন হারুন লিখেছেন : একটু মনোযোগ দিলে তাজবীদ খুবই সহজ. লেখাটি খুব ভাল লাগল Rose
206573
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
মাটিরলাঠি লিখেছেন : "আল্লাহ্‌ কিতাবের আল্লাহ্‌-র কথা গুলোকে, শব্দ গুলোকে যদি ঠিকমতন উচ্চারণ করতেই না শিখলাম, তাহলে কিভাবে আল্লাহ্‌-র সার্থক বান্দা হতে পারলাম?"

যাজাকাল্লাহু খাইরান।
206586
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
207123
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
আফরা লিখেছেন : ছোট্ট বেলায় মসজিদে আমাদের সুর করে পড়ানি হত।বিশুদ্ধ করে কোরাআন পড়িতে যেই নিয়মের দরকার হয় ,সেই সমস্ত নিয়ম কানুনকে তাজবীদ বলা হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File