ব্যস্ততাকে দিলাম ছুটি!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ০৯ এপ্রিল, ২০১৪, ০৩:১৪:৩৩ রাত
ব্যস্ততা আসলে কখনোই থামার না!
এখন যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ব্যস্ততা, পড়াশোনা শেষে দেখা যাবে চাকরির জন্যে ব্যস্ততা, চাকরি হতে হতেই বিয়ে-সংসারের ব্যস্ততা, তারপর যারা বাচ্চা-কাচ্চা সামলাচ্ছেন- তারা আরো ভালোমতন জানেন, ব্যস্ততা যে কাকে বলে- -- এটা আসলে একটা চেইন রিএকশানের মত ... চলতেই থাকবে। এবং এরই মধ্যে আল্লাহ্তা’আলার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামে্র ও কুরআনের পড়াশোনার জন্যে সময় বের করে নিতে হবে।
অবশ্যি শুদ্ধ নিয়াহ্ এবং আন্তরিক চেষ্টা থাকলে, আল্লাহ্ তা’আলা এমন সাহায্যটা করবেন যে সময় বের করে নেওয়াটাও কোন ব্যাপার-ই হবে না ইনশা আল্লাহ্ ...
তাই কেউ যদি বলে, "‘এখন তো অনেক ব্যস্ত সময় যাচ্ছে! একটু গুছিয়ে নেই, তারপর এসব শুরু করা যাবে”- এটা আসলে নিজেকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না! আজকে গুছিয়ে নেই, কালকে থেকে শুরু করবো ভাবতে ভাবতে দেখা যায় কাল কিন্তু আর কখনোই আসে না। আর এমনিতেও কালকের মধ্যেই যে আমার-আপনার মালেকুল ম’উতের সাথে এপয়েন্টটা করা হয়নি- সেটার ই বা গ্যারান্টীটা কে দিলো?
তাই, বদলানোর সময় এখনি !! এক্ষুণি!!
দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মোহ থেকে সময় থাকতেই বের হয়ে আসতে হবে এক্ষুণি! আল্লাহ্ এজন্যেই কুরআনের বিভিন্ন জায়গায় বার বার বলে দিয়েছেন যে,
“পার্থিব জীবন ছলনাময় সম্পদ ছাড়া কিছুই নয়’’
(আলে ইমরান, আয়াত ১৮৫)
“এই পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক ব্যতীত কিছুই নয়। পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন”
(আল-আনকাবূত, আয়াত ৬৪)
“এই পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু এবং পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস"
(আল-মু'মিন, আয়াত ৩৯)
“তোমরা জেনে রেখো, পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ববোধ ও ধন-জনে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়"।
(আল-হাদীদ, আয়াত ২০)
“পার্থিব জীবন ক্রীড়া-কৌতুক ব্যতীত কিছু নয়, যারা সংযত হয় তাদের জন্য পরকালের আবাসই শ্রেষ্ঠতর। তোমরা কি তা বোঝ না?”
(আল-আন'আম, আয়াত ৩২)
প্রথম প্রথম এই আয়াতগুলি পরে আমি বেশ ধাক্কা খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ্ এমন ধাক্কা আসলে সেকেন্ডে সেকেন্ডে খাওয়া দরকার!!
আপনারাও তাড়াতাড়ি ধাক্কা যা খাওয়ার খেয়ে ফেলুন! ধাক্কা খেয়ে কাজে নেমে পড়ুন, উম্মাহ্-র এখন অনেক অনেক কাজ বাকি!
তাতড়ি !! পরে আবার অনেক দেরি না হয়ে যায়, যেখানে কিনা আফসোসের সীমা থাকবে না!
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অনেক ভালোবাসা আমার লক্ষ্মী আপুটার জন্য
আমার আপুণির টার জন্যেও এক ছটাক ভালবাসার রঙধনু <:-P
ভালো বলেছেন, আসলে বেশি বেশি ধাক্কা খাওয়া উচিৎ, পাক্কা হওয়া যাবে তাড়াতাড়ি
মন্তব্য করতে লগইন করুন