আল্লাহ্-র উপর ভরসা করে শূণ্যে লাফ দেওয়া!
লিখেছেন লিখেছেন শারিন সফি অদ্রিতা ২৯ মার্চ, ২০১৪, ১১:২৭:০৮ রাত
এক দেশে ছিল এক ব্যক্তি। তার অনেক ইচ্ছা হলো সে পাহাড়ের চূড়ায় উঠবে। যেই ভাবা, সেই কাজ। সব প্রস্তুতি নিয়ে শুরু হলো তার যাত্রা। এক পা এক পা করে অবশেষে তার কাঙ্খিত চূড়ার খুব কাছাকাছি পৌঁছে গেলো সে। আর মাত্র দুই কদম! ঠিক এমন সময়-ই বেকায়দায় পা ফেলার জন্যে হঠাৎ করে তার একটা পা ফস্কে গেলো এবং সে সাঁই-ই-ই করে নিচের দিকে পরতে লাগলো। সে পরছে তো পরছেই, শেষ-নিঃশ্বাস ত্যাগের সময় চলে এলো ভেবে তার জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কত কিছুই না ভাসছে চোখের সামনে। ঠিক এমন সময়-ই তার শরীরের সাথে বাঁধা দড়িটার সাথে একটা হ্যাঁচকা টান পরলো। বিস্তীর্ণ দিগন্তের মধ্যে সে একটা পিপীলিকার মতন শূণ্যে ঝুলে রইলো। আতঙ্কে-কষ্টে–ভয়ে-কান্নায় তার গলা ফেটে চিৎকার বের হয়ে আসলো,
“আল্লাহ্ গো আল্লাহ্ !! আল্লাহ্ !! আমাকে বাঁচাও আল্লাহ্ !! আমাকে বাঁচাও !!”
এমন সময় কোত্থেকে সে একটা আওয়াজ শুনলো,
- “বলো কিভাবে সাহায্য করতে পারি তোমাকে?”
“এ অবস্থা থেকে বাঁচতে চাই!”, সে আগের মতই চিৎকার করে বলতে লাগলো।
-“দড়িটা কেটে ফেলো!”, আওয়াজটা বললো।
“মাথা খারাপ নাকি দড়ি কেটে ফেলবো মানে!”, সে ভাবলো।
সে দড়ি কাটলো না ! ঠায় সেখানে ওভাবেই রয়ে গেলো। এমনি করে রাত পোহালো, দিনের আলো ফুটলো।
সকাল বেলা স্থানীয় পাহাড়ী কিছু লোক এসে দেখতে পেল কোন এক ব্যক্তি ঠাণ্ডায় জড়-সড় হয়ে জমে আঁটসাট হয়ে দড়ি ধরে ঝুলে আছে ...
সারা রাত ঝুলে ছিল নির্ঘাৎ ! শোচনীয় অবস্থা !!
অথচ কি আশ্চর্য্য !!
...
...
সে ঝুলে আছে মাটির থেকে মাত্র চার কি পাঁচ ফুট দূরত্বে !!!!
সুবহান আল্লাহ্ !! এটা পড়তে গিয়ে আজ আমার চোখের পানি আটকে রাখতে পারলাম না। স্কুল-জীবনে ‘ইসলাম শিক্ষা’ বইয়ে বহুবার পড়েছি, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ্-র উপর ভরসা করা, পরীক্ষার হলে বসে 'তাওয়াক্কুল' নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে এসেছি, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কি ঘটাতে পেরেছি ?
নাহ্ ! তাওয়াক্কুল মানে কেবল আল্লাহ্-র উপর ভরসা করা নয়, তাওয়াক্কুল মানে হচ্ছে আল্লাহ্-র উপর ভরসা করে শূণ্যে লাফ দেওয়া ! কারণ আপনার ঈমানের দৃঢ় তাওয়াক্কুল আপনাকে ইতোমধ্যে আশ্বস্ত করে দিয়েছে, যে আল্লাহ্ তা’আলার উপর ভরসা টা করে আপনি শূণ্যে লাফ দিলেন, সেই আল্লাহ্ রাব্বুল আ’লামিন কখনই এমনি এমনি আপনাকে শূণ্যে ছুড়ে ফেলবেন না ! আপনার তাওয়াক্কুলের ফল-স্বরূপ আপনি সফল ভাবেই সাফল্যের মাটিতেই ল্যান্ড করবেন।
তাওয়াক্কুল মানে হচ্ছে দড়ি টা কেটে ফেলা। এই দড়ি হতে পারে কোন হারাম ব্যবসা, সুদী ব্যবসা, হতে পারে নন-মাহ্রাম বিপরীত লিংগের সংগ, হতে পারে আপনার বর্তমান যিনাহ্-র সংগী/ সংগীনি (so called boy-friend/girl-friend আস্তাগ্ফিরুল্লাহ্!), হতে পারে আপনার ফটোশপে এডিট করা একশ একটি ফেসবুক অ্যালবাম — সব কেটে ফেলুন! ঝেড়ে ফেলে দিন !
আল্লাহ্-র উপর তাওয়াক্কুল করুন ! বিশ্বাস করুন আর নাই করুন আপনি মাটি থেকে মাত্র চার-কি-পাঁচ ফুট দূরেই আছেন ... দড়ি টা কেটেই দেখুন না আল্লাহ্ রাব্বুল আ’লামিন এর চেয়ে কত হাজার গুণ ভালো কিছু দিয়ে আপনাকে তার অদল-বদল করে দেন ...
কোন রূপকথার গল্প বলছি না, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ...
আল্লাহ্ রাব্বুল আ’লামীন যেন আমাদের কে আল্লাহ্র উপর তাওয়াক্কুল করে ‘শূণ্যে লাফ দিবার’ তৌফিক দিন ... দড়ি গুলো কেটে ফেলার তৌফিক দিন ...
আল্লাহ্ কে ভালোবাসে ঈমানের সুমিষ্টতা উপলব্ধির তৌফিক দেন ...
... আমীন ...
[ লেখাটির মূলভাব মির্জা ইয়াওয়ার বেইগ এর "Presenting Islam Today" বইটি থেকে অনুবাদ করা। ইংলিশ থেকে বাংলায় অনুবাদের জন্যে একটু পরিমার্জিত হলেও মূল কথা এখানে একই ]
বিষয়: বিবিধ
১০৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন