বোন! কেমন আছো তুমি?
লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ১৯ এপ্রিল, ২০১৪, ০৬:৫৫:৩৮ সন্ধ্যা
"মানুষ মরণশীল । এটি মহাকালের চিরন্তন রীতি । মহান আল্লাহ রাব্বুল আলামীনের এক অপরিবর্তনীয় বিধান । তাঁর এ বিধানকে মেনেই নিতেই হবে । কিন্তু তা যদি হয় নিষ্ঠুরতা বা পাশবিকতার কারণে, তাহলে তা মেনে নিতে বড় কষ্ট হয় ।
মৃত্যু শব্দটাকে গভীরভাবে উপলব্ধি করতে শিখি সেদিন থেকে, যেদিন আমার সমবয়সী ফুফাতো বোনকে হারিয়েছি । আমার চেয়ে তিন মাসের ছোট ছিল সে । ওর মৃত্যু স্বাভাবিক ছিল না ।স্বামীর হাতে খুন হয়েছিল । মাত্র ১৮ বছর বয়সেই ইহলোক ত্যাগ করতে হলো । কী দোষ ছিল ওর? ওর দোষ ছিল শান্ত ও ধৈর্যশীল হওয়া । হাসি ছাড়া যেন সে কথাই বলতে পারতো না । ওর সদা হাস্যোজ্জল মুখ কেউই ভুলতে পারে না ।
ছোট বেলায় একসাথে খেলেছি, খেয়েছি । এখনও আমি দুনিয়ার শত রীতিতে বাঁধা । খাওয়া, ঘুম, খেলা, পড়াশোনা, আবদার, আহ্লাদ সবকিছু নিয়ে ব্যস্ত । আজও দূরন্তপনা-চঞ্চলতা ঘিরে রেখেছে আমাকে । অপরদিকে এ সামান্য বয়সেই ও সবকিছু ত্যাগ করে অন্ধকার এক ছোট্ট ঘরে আশ্রয় নিয়েছে । ওর স্মৃতি বড় কষ্ট দেয়, অশ্রু ঝরায় চোখে । :'( মনে হয় দূরে কোথাও গেলে ওর দেখা পাবো........
বোন! একসঙ্গে পথচলা শুরু করে একলা পথিক করে চলে গিয়েছো । আজ তুমি মুকিম আর আমি মুসাফির । জানি না কেমন আছো তুমি? ভালো থেকো তুমি। দুআ করি আমি....... মেহেরবান আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন.......
বিষয়: বিবিধ
১৫৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর বোনের জান্নাত কামনা করি আল্লাহর দরবারে
মন্তব্য করতে লগইন করুন