মাইয়্যেত...................
লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ০৯ এপ্রিল, ২০১৪, ০৩:৫৩:৩১ দুপুর
নির্জন দুপুরে আপন মনে হেঁটে যাচ্ছি প্রায় খালি রাস্তায় । এসময় রাস্তাটা ফাঁকা হয়ে থাকে, তাই আনমনে হাঁটলেও দুর্ঘটনার ভয় থাকে না ।
হঠাত্ কালিমায়ে শাহাদাতের আওয়ায শুনে সম্বিত ফিরে পেলাম এবং মাথা তুলে তাকালাম ।
অল্প কয়েকজন মানুষের সঙ্গে একটি জানাযা যাচ্ছে কবরস্তানের দিকে । ভিতরটা মোচড় দিয়ে উঠলো । দাঁড়িয়ে গেলাম । খাটিয়ায় শুয়ে চারজন মানুষের কাঁধে করে মাইয়্যেত চলেছে তার শেষ ঠিকানায় । সঙ্গে যারা যাচ্ছে তারা ফিরে আসবে যে যার ঠিকানায় ।
মাইয়্যেতের ঘরবাড়ী সহায়- সম্পত্তি ভাগ হবে ওয়ারিছদের মাঝে । হয়তো ভাগ বন্টন নিয়ে ঝগড়া-বিবাদ হবে । একে অন্যকে ঠকানোর অভিযোগ ওঠবে ।
এমনই হয় ! এমনই হয়ে আসছে ।
আজকের খাটে শোয়া মাইয়্যেত একদিন মাটিতে বিচরণ করেছে নিজের পায়ে । সে কি ভেবেছিলো একদিন সে মুর্দার হবে !! আপনজনেরাই তাকে কাঁধে করে রেখে আসবে কবরে মাটির নীচে !!!
নিজের অজান্তেই আমি জানাযার পিছেনে শামিল হয়ে গেলাম । মনে মনে বললাম, জানি না কে তুমি? কী তোমার পরিচয় ? শুধু জানি তুমি আমার মুসলিম ভাই, আমার উপর তোমার হক হলো তোমার জানাযায় শরীক হওয়া । তোমার মত আমারও একদিন জানাযা বের হবে । তোমার জানাযায় শরীক হলাম এ আশায় যে, মওতের কথা যেন স্মরণ থাকে এবং আল্লাহ যেন সহজ সুন্দর মৃত্যু দান করেন ।
জানাযা কবরস্তানে পৌঁছে গেলো । কবর আগে থেকেই তৈরী ছিলো । ধীরে ধীরে মাইয়্যেতকে নামানো হলো কবরে 'বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহি' বলে । সবাই একমুঠু করে মাটি দিলো, আমিও দিলাম ।
আমার মনে হলো, এ যেন আমারই জানাযা । আমাকেই যেন শোয়ানো হলো নিঃসঙ্গ কবরে । আমি যেন আমারই কবরে ছড়িয়ে দিলাম একমুঠু মাটি....................
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুবি ভালো লাগ্লো লেখাটি!
হৃদয়-ছোঁয়া অনুভূতি!
ঐদিনের প্রস্তুতি যেন সবসময় থাকে আমাদের!
সহমত
আল্লাহ আমাদের সবাইকে নেক মৃত্যু দান করুক।
হে আল্লাহ! আমাদের সবাইকে কালিমা তাইয়্যিবা ও শাহাদাতের সহিত মউত দিও..........
আমীন, ছুম্মা আমীন..........
তোমার মত আমারও একদিন জানাযা বের হবে । তোমার জানাযায় শরীক হলাম এ আশায় যে, মওতের কথা যেন স্মরণ থাকে এবং আল্লাহ যেন সহজ সুন্দর মৃত্যু দান করেন - এই জিনিসগুলো আমাদের সার্বক্ষণিক মাথায় রাখা উচিত
মন্তব্য করতে লগইন করুন